পান্না কায়সার লুকে প্রশংসায় ভাসছেন মিম
সদ্য প্রয়াত শহীদজায়া পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলতি মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনওয়ার।
আজ (বুধবার) দুপুরে সিনেমাটিতে পান্না কায়সারের চরিত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লুক প্রকাশ করেন মিম। শুধু তিনিই নন, ছবিতে তার পাশে এক ফ্রেমে শহীদুল্লাহ কায়সার রূপে ধরা দেন মোস্তফা মনওয়ারও। সাদাকালো ছবিটির ক্যাপশনে নায়িকা লেখেন, পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার। সঙ্গে ভালোবাসার কালো ইমোজি জুড়ে দেন।
বিজ্ঞাপন
ছবিতে মিমের এই লুকে মজেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কমেন্টের ঘরে জানান দিচ্ছেন নিজেদের অনুভূতি। নতুন এই লুকে রীতিমতো প্রশংসায় ভাসছেন নায়িকা।
জানা গেছে, পান্না কায়সারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এই ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লাহ কায়সারকে আবিষ্কার করা হবে। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি তৈরি হচ্ছে শহীদুল্লা কায়সার-পান্না কায়সার দম্পতির মেয়ে অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন থেকে।
গত শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান শহীদজায়া পান্না কায়সার। তিনি ছিলেন একাধারে একজন লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজকর্মী ও শিক্ষক। ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সঙ্গে বিয়ে হয় তার। সেদিন ঢাকা শহরে জরুরি অবস্থা জারি ছিল। পুরো দেশ তখন গণআন্দোলনে উত্তাল। স্বামীর হাত ধরে পান্না কায়সারের পরিচয় হয় আধুনিক সাহিত্য ও রাজনীতির সঙ্গে। তাদের সংসারজীবন স্থায়ী হয় মাত্র দুই বছর দশ মাসের মতো।
পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার।
Posted by Bidya Sinha Saha Mim on Wednesday, August 9, 2023
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কয়জন সদস্য শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেননি। এরপর পান্না কায়সার একা হাতে মানুষ করেছেন তার দুই সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সারকে।
কেএইচটি