গেল ঈদুল আজহায় মুক্তি পেয়ে এখনো দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহগুলোতে রমরমিয়ে ব্যবসা করছে ‘সুড়ঙ্গ’। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো ছবিটি ইতোমধ্যে পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ছবি।

বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন ‘সুড়ঙ্গ’ টিম। এ সময় ডিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা, নায়ক, নায়িকা ও প্রযোজক। তাদের সঙ্গে দেখা গেছে ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও।

ডিবি প্রধান সাংবাদিকদের বলেন, ‘সত্যি এটা দুঃখজনক। প্রযোজকসহ তারা সবাই মিলে সুন্দর একটি সিনেমা নির্মাণ করেছেন, বাংলাদেশের ৬৪ জেলাসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শনী হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সিনেমাটা দেখেছে। গুটি কয়েক প্রতারক চক্র সিনেমাটিকে পাইরেসি করে অনলাইনে-ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত করে তারা অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করছে। এটা খুবই অন্যায়।’

তিনি আরও বলেন, ‘যারা বিভিন্ন জায়গায় এটা আপলোড করছে, তাদের কাছে অনুরোধ থাকবে এটা ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ। যারা এই অন্যায় করছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, দ্রুত ভিডিও নামিয়ে ফেলুন। না হয় ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা মামলা দিতে বাধ্য হব।’

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘দুই দিন ধরে বিষয়টি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছিলাম। সেটা এখন আমরা শূন্যের কোটায় নিয়ে এসেছি। সবচেয়ে বড় বিষয় হলো- আজ আমাদের সিনেমা পাইরেসির শিকার হয়েছে। কাল অন্য একটি সিনেমা হবে। সুতরাং আমরা চাই না কোনো সিনেমার সঙ্গে এমনটা হোক। এজন্য আজ পুলিশের গোয়েন্দা বিভাগকে আমরা অফিসিয়ালি জানালাম। জানানোর সঙ্গে সঙ্গে ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ স্যার তার টিমকে বলে দিয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়েছে।’

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমার হাত ধরে প্রথমবারের মতো বড় পর্দায় আসেন আফরান নিশো। এতে তার বিপরীতে অভিনয় করেন তমা মির্জা। বিভিন্ন চরিত্রে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। গত ২১ জুলাই পশ্চিমবঙ্গের ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। পরিবেশনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

কেএইচটি