কলকাতায় আলো দেখলো না ‘সুড়ঙ্গ’
ঈদে বাংলাদেশে সাফল্যের পর ওপার বাংলা কলকাতায় একযোগে ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফি নির্মিত সিনেমা ‘সুড়ঙ্গ’।
সিনেমাটির প্রচারে পশ্চিমবঙ্গে উড়াল দিয়েছিলেন অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী তমা মির্জা ও পরিচালক রায়হান রাফি। সেখানে বিভিন্ন তারকাদের সঙ্গে দেখা করেছেন তারা। হাজির হয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানেও।
বিজ্ঞাপন
ওপার বাংলায় ছবিটি মুক্তির আগে টলিউডের তাবড় তারকারাও বিভিন্ন বার্তা দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, শুভশ্রী গাঙ্গুলির মতো অভিনয়শিল্পীরা।
তাই স্বাভাবিকভাবেই কলকাতায় সিনেমাটি ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনার সৃষ্টি করতে পেরেছিল। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও ‘সুড়ঙ্গ’ সুপারহিট তকমা পাবে এমনটা প্রত্যাশা ছিল।
কিন্তু তেমনটি আর ঘটেনি। কলকাতায় ‘সুড়ঙ্গ’ আলোর মুখ দেখেনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুসারে, মুক্তির পর পাঁচ দিনে ছবিটি মাত্র ৮ লাখ রুপি আয় করেছে! যাকে মোটেও ‘ভালো ব্যবসা’ বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা।
কলকাতার এক নামি চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকের মতে, দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে নেমে যাবে ‘সুড়ঙ্গ’। লাইফটাইম কালেকশনে ১০ লাখ রুপির গণ্ডিও পার হতে পারবে না। তার ভাষ্য, ‘বড় বাজেট নিয়ে তৈরি এই ছবির ঝুলিতে কমপক্ষে ৩৫ থেকে ৪০ লাখ রুপি আসা উচিত ছিল।’
ধারণা করা হচ্ছে, এত আলোচনার পরেও কলকাতায় ‘সুড়ঙ্গ’ আলোর মুখ দেখতে না পারার অন্যতম কারণ হতে পারে একই সময়ে হলিউডের দুটি আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’ ও ‘বার্বি’র মুক্তি। এছাড়া সিনেমাটি পাইরেসির কবলে পড়েও বক্স অফিস কালেকশনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এনএইচ