বিনয়, ভদ্রতা শাকিব খানের থেকে শেখা উচিত: অনন্য মামুন
সম্প্রতি সময়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’য় দারুণ সাফল্যের পর ব্যক্তিজীবন নিয়েও নানা প্রশ্নের মুখে রয়েছেন তিনি।
যদিও এসব বিষয়ে শাকিব থাকেন সবসময়ই নীরব ভূমিকায়। এই নায়ককে তার ব্যক্তিগত জীবন কিংবা চলচ্চিত্রে সাফল্য নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না।
বিজ্ঞাপন
শাকিবের এমন মনোভাবের প্রশংসা করেছেন নির্মাতা অনন্য মামুন। শনিবার এই নায়ককে উদ্দেশ্য করে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিনয়, ভদ্রতা ও সুখ্যাতি কিভাবে ধরে রাখতে হয় সেটা শাকিব খানের কাছ থেকে শেখা উচিত। আজ পর্যন্ত কোন সহকর্মীকে ছোট করে কোনোদিন উনি কোনো কথা বলেন নাই।’
এই নির্মাতা আরও লেখেন, ‘অনেকেই বলেন শাকিব খান শুটিংয়ে সময় মতো আসেন না। এটাও ভুল। পরিচালক হিসেবে তার সাথে নবাব এলএলবি’র শুটিং করেছি ৩২ দিন। এই ৩২ দিনে কোনো দিন তিনি ২০ মিনিট লেট করে সেটে আসেননি। এসকে মুভিজের সাথে সম্পর্কের জন্য ভাইজান, চালবাজ, শিকারি, নবাব সব সিনেমায় সেটে ছিলাম। কোনো দিন এক মুহূর্ত সেটে দেরি করতে আসতে দেখিনি। ব্যাপার হলো, আপনি যে পরিবেশ দিবেন সেভাবেই শিল্পী আপনার সাথে আচরণ করবে। একজন শাকিব খান একটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় সম্পদ। সেটা নষ্ট করার অধিকার আপনার আমার নেই।’
এদিকে কয়েকদিন আগেই শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন অনন্য মামুন। তিনি জানিয়েছিলেন, যৌথ প্রযোজনায় নির্মিত একটি ছবিতে শিগগিরই শুটিং শুরু করবেন শাকিব। যেখানে তার বিপরীতে দেখা যেতে পারে বলিউডের কোনো নায়িকা।
অনন্য মামুন বলেছিলেন, ‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে।’
নির্মাতার এই ঘোষণার পর থেকেই শাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে থেকে শুরু হবে এই সিনেমার শুটিং? নতুন কিভাবে পর্দায় হাজির হবে ঢালিউড সুপারস্টার? এই সকল প্রশ্নের উত্তর মিলবে শাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই।
এনএইচ