মাঝখানে আর মাত্র এক দিনের অপেক্ষা। আগামী ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। ছবিটি নিয়ে দর্শক-প্রদর্শকদের আগ্রহ তুঙ্গে।

জানা গেছে, কলকাতাসহ পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে সিনেমাটি। মঙ্গলবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পেজে হল তালিকা প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফী।

ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহ সত্ত্বেও পরবর্তীতে এর হলসংখ্যা বাড়েনি। তবে দেশের চেয়েও বেশি হল নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা হচ্ছে ছবিটির।

এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষ্যে গত ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে ওখানকার পরিবেশক সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহের তালিকা 

‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। জানা গেছে, ছবি মুক্তি উপলক্ষ্যে কলকাতায় যাবেন তারা। ইতোমধ্যে সেরেছেন ভিসা আবেদন প্রক্রিয়াও। সবকিছু ঠিকঠাক থাকলে নির্মাতা রায়হান রাফীসহ শিগগির উড়াল দেবেন কলকাতার উদ্দেশে।   

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

কেএইচটি