বাজে মন্তব্যকারীদের কোনো লেভেল নাই : জায়েদ খান
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা বয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যকে ঘিরে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন নেটিজেনরা। কমেন্টের ঘরে রীতিমতো ব্যক্তি আক্রমণ করে বসেন কেউ কেউ। এবার সেসব সমালোচককে একহাত নিলেন জায়েদ খান। বললেন, ‘ওদের কোনো লেভেল নাই।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানে হাজির হন এ নায়ক। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাজে মন্তব্যকারীদের সম্পর্কে জায়েদ খান বলেন, ‘যারা ব্যাড কমেন্টস করে তাদের ছবি জুম করে দেখবা। গাল ভাঙা। চেহারা এরকম। বিচি বিচি (ব্রণ) হয়ে আছে। মানে গরু রাখে, এরকম লোক। ছোট করে বলছি না সবাইকে। ডিউ টু রেসপেক্ট, ওদের কোনো লেভেল নাই।’
বিজ্ঞাপন
এখানেই থেমে থাকেননি। অনুষ্ঠানের সঞ্চালককে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমার লেখার নিচে এরকম কমেন্ট আছে। তোমাকে শেখাচ্ছে তুমি এম এ পাশ করার পরেও। যে শেখাচ্ছে সে নিশ্চয়ই এলাকায় ফার্মেসির দোকানে বসে কিংবা লোকাল মোবাইল সার্ভিসিং করে। ম্যাক্সিমামই তাই। আমি দেখেছি।’
কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে গান পরিবেশন করে দর্শকের ‘ভুয়া ভুয়া’ ধ্বনিতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন জায়েদ খান। এরপর আয়োজক আলমগীর খান আলমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জায়েদ খান ছাড়াও ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন- মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।
কেএইচটি