আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। ইতোমধ্যে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। 

সোমবার (২৬ জুন) প্রকাশ করা হয় ‘প্রহেলিকা’র ট্রেলার। যেখানে বুবলীর রহস্যময় চরিত্র নানা প্রশ্নের সৃষ্টি করেছে। সেইসঙ্গে মাহফুজ আহমেদের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। মাত্র ২ মিনিটেই সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক উত্তেজনার তৈরি করেছে ‘প্রহেলিকা’র ট্রেলার। 

এদিকে ‘প্রহেলিকা’ দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। যার কারণে তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। 

অভিনেতার প্রশংসায় তিনি বললেন, ‘এই মাহফুজ আহমেদকে আমি চিনি না!’ অপির ভাষায়, ‘ছবিটির গান, টিজার দেখে সবচেয়ে অন্যরকম লেগেছে মাহফুজ আহমেদকে। আমরা একসঙ্গে অসংখ্য কাজ করেছি, কিন্তু এই মাহফুজ আহমেদ আমার পুরোপুরি অচেনা লাগছে। মনে হলো, আমি তাকে চিনি না। এখন অপেক্ষা পর্দায় সেই মনাকে দেখার।’

অপি বলেন, ‘‘চয়নিকা চৌধুরী অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেন। ‘প্রহেলিকা’র টিজার, গান ও বিভিন্ন স্থিরচিত্র দেখে আমার মনে হচ্ছে, তার যে কমফোর্ট জোন, সেখান থেকে বেরিয়ে তিনি এই কাজটি করেছেন। এর একটাই কারণ মনে হলো, তিনি এবার নতুন কিছু দেয়ার চেষ্টা করেছেন।’’

অপি জানান, এ পর্যন্ত ‘প্রহেলিকা’র যেটুকু আভাস দেখেছেন তার মধ্যে সবচেয়ে মুগ্ধ হয়েছেন নাসিরউদ্দিন খান ও শবনম বুবলীর ‘হৃদয় দিয়ে’ গানটি দেখে ও শুনে। 

তার ভাষায়, ‘নাসির-বুবলীর গানটা দেখে দশগুণ আগ্রহ বেড়ে গেছে ছবিটি দেখার। বিশেষ করে এতে নাসিরউদ্দিন খানের চরিত্রটি কেমন হবে, সেটা দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আমি বলবো, বুবলী ভাগ্যবান এমন একটি ছবিতে তিনি যুক্ত হয়েছেন। আমি হলফ করে বলতে পারি বুবলী অসাধারণ কাজ করেছে এতে।’

শেষে দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ করেন অপি করিম। বলেন, ‘‘আমার দুঃখ রয়েছে চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ হলে গিয়ে দেখতে পারিনি। তবে এবার সেটা মিস হবে না, কথা দিচ্ছি। দর্শকদেরও অনুরোধ করবো হলে আসুন, ছবিটি একসঙ্গে দেখি।’’

‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

এনএইচ