হৃদির প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’
বরেণ্য নাট্যব্যক্তিত্ব প্রয়াত ড. ইনামুল হকের ৮০তম জন্মদিন ছিল সোমবার (২৯ মে)। জন্মদিনে তারই কন্যা হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’র টিজার, ট্রেলার প্রদর্শনের পাশাপাশি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়ে গেল সেদিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।
যেহেতু ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার মূল ভাবনা ইনামুল হকের। তাই তার জন্মদিনে তাকেই নিবেদন করে এই আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন শুরুর আগে সিনেমাটির হাতে আঁকা পোস্টার উদ্বোধন করা হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেছেন আফজাল হোসেন।
বিজ্ঞাপন
মঞ্চে একসময় ডেকে নেওয়া হয় আবুল হায়াত, মামুনুর রশীদ, সারা যাকের, তৌকীর আহমেদসহ আরও সিনিয়র শিল্পী যারা ছিলেন। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন হৃদি হক নিজেই।
সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাতে হৃদি অভিনয় করেছেন বীথি চরিত্রে। তার বিপরীতে ফেরদৌস অভিনয় করেছেন সঞ্জু নামক একজন শিক্ষকের চরিত্রে। হৃদি হক বলেন, ‘যেহেতু আব্বুর জন্মদিন ছিল ২৯ মে। তাই আমাদের সিনেমা ১৮ আগস্ট মুক্তির জন্য প্রস্তুত হলেও আমরা আব্বুকে নিবেদন করেই তারই জন্মদিনে সংবাদ সম্মেলনটি করেছি, যাতে অনুভবে-শ্রদ্ধা ভালোবাসায় আমরা তাকে পাই।’
ফেরদৌস বলেন, ‘আমি কোনো সিনেমার এত সুন্দর, এত চমৎকার সংবাদ সম্মেলন দেখিনি। আফজাল ভাইয়ের উপস্থাপনা, সিনিয়র শিল্পীদের অংশগ্রহণ এবং সংবাদ সম্মেলনে নতুন এক ধারা সৃষ্টির মধ্য দিয়ে হৃদি এবং তার পুরো টিম দেখিয়ে দিয়েছে যে চাইলেই একটি অনুষ্ঠান অনেক বেশি নান্দনিক হতে পারে। সিনেমার হাতে আঁকা পোস্টারের মধ্য দিয়ে আমাদের সিনেমার পুরোনো ঐতিহ্যকেই ফিরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।’
তার কথায়, ‘আমি মনে করি মুক্তিযুদ্ধের সময়কার গল্পের এই সিনেমা বাংলাদেশের প্রত্যেক সচেতন নাগরিকের দেখা উচিত। আমি সিনেমাটির সার্বিক সাফল্য কামনা করছি।’
সিনেমাটিতে ফেরদৌস, হৃদি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, লিটু আনাম, তারিন জাহান, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরি, শিল্পী সরকার অপু প্রমুখ।