রাফিয়াত রশিদ মিথিলা, ছবি : মোহসীন আহমেদ কাওছার

নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। পেয়েছেন জনপ্রিয়তা, কুড়িয়েছেন প্রশংসাও। সমাজকর্মী এবং পিএইচডি গবেষক হিসেবেও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

এবার বড় পর্দায় দেখা যাবে মিথিলাকে। অনন্য মানুষের ‘অমানুষ’ দিয়ে এই মাধ্যমে অভিষেক হচ্ছে তার। এতে মিথিলার নায়ক হচ্ছেন নিরব হোসেন।

২০ মার্চ (শনিবার) বিকেলে কলকাতা থেকে ঢাকায় আসেন মিথিলা। রাতে রাজধানীর এক হোটেলে সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেন তিনি।  

নিরবের সঙ্গে মিথিলা

সিনেমায় অভিনয়ের বিষয়ে ‘ঢাকা পোস্ট’কে বিস্তারিত বলেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, “অনেক দিন থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল সিনেমায় অভিনয়ের জন্য আরেকটু সময় নেওয়া উচিত। বছর খানেক আগে এপার-ওপার দুই বাংলা থেকে অনেকগুলো প্রস্তাব এলে এ নিয়ে সিরিয়াসলি ভাবতে থাকি। অনেকগুলো স্ক্রিপ্ট আমার কাছে জমা, কিছু পড়েছি, কিছু রেডি হচ্ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যেতে হয়। এবার সব কিছু মিলি যাওয়ায় রাজি হয়েছি। আর তাই ‘অমানুষ’ই হতে যাচ্ছে আমার অভিনীত প্রথম সিনেমা।”

মিথিলা বলেন, ‘আমার মেয়ে বড় হয়েছে। কাজের ক্ষেত্রেও সব কিছু নিয়ন্ত্রণে আছে। সব মিলিয়ে মনে হয়েছে বড় পরিসরে কাজ করার জন্য এখনই উপযুক্ত সময়। ঢাকা বাইরে ইনডোরে-আউটডোরে হবে সিনেমাটির শুটিং। গল্পটিও আমার বেশ মনে ধরেছে। সব ভেবেচিন্তেই সায় দিয়েছি। টিম হিসেবে যদি আমরা কাজটি করতে পারি তাহলে ভালো কিছু হবে বলেই বিশ্বাস।’

নিরবের সঙ্গে মিথিলা

সিনেমায় নিজের সহশিল্পী নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নিরব আমার খুব ভালো বন্ধু। অনেক আগে আমরা একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। অভিনয়ের জন্য নিরব এখন নিজেকে ভাঙছে। তার এখনকার চেষ্টাটা প্রশংসা করার মতো। এই সিনেমার মূল নায়ক হচ্ছে গল্প। সেই গল্পটাকেই সবাই মিলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব।’

নির্মাতা অনন্য মামুন প্রসঙ্গেও কথা বলেন মিথিলা, ‘অনন্য মামুনের সিনেমা আমার সেভাবে দেখা হয়নি। তবে তার কয়েকটি সিনেমার ট্রেলার দেখেছি। আমার ভালো লেগেছে। তার চেয়েও ভালো লেগেছে এই সিনেমা নিয়ে তার পরিকল্পনা। তিনি যেভাবে আমাদের বলেছেন সেভাবে কাজটা নামাতে পারলে দর্শক পছন্দ করবেই।’

উল্লেখ্য, এই সিনেমায় নিরব-মিথিলা ছাড়াও অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ। সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। নির্মিত হবে থ্রিলার ঘরানার গল্পে।

আরআইজে