‘ব্ল্যাক ওয়ার’-এ নাদিম-নোবেলের ‘মা’
গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এই সিনেমার ‘মা’ গানটি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
আর এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন নাদিম ভুঁইয়া। কণ্ঠ দিয়েছেন সারেগামাপা খ্যাত আলোচিত গায়ক মাইনুল আসহান নোবেল। মা মাটি ও দেশকে নিয়ে তৈরি করা নাদিমের এই গানটি ইতোমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে।
বিজ্ঞাপন
নাদিম ভুঁইয়া বলেন, ‘এই গানের পরতে পরতে রয়েছে দেশের প্রতি, মায়ের প্রতি ভালোবাসা। গানটি সিনেমার এমন একটা দৃশ্যায়নে ব্যবহৃত হয়েছে যা প্রতিটি দর্শককে আবেগতাড়িত করেছে। প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতা ও প্রিয় মানুষদের কাছে ভালো সাড়া পাচ্ছি।’
তিনি আরও যোগ করেন, ‘এটি আমার সংগীত ক্যারিয়ারে অন্যরকম এক প্রাপ্তি। ভবিষ্যতে সুযোগ পেলে সিনেমার জন্য আরও ভালো ভালো গান করতে চাই।’
উল্লেখ্য, নাদিম বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন কিছু সিনেমা ও অডিওর কাজ রয়েছে তার হাতে। অন্যদিকে স্টেজ শোতে পারফর্ম করে সময় কাটাচ্ছেন নোবেল। সম্প্রতি তিনি ‘মাফিয়া’ নামে একটি ১২ গানের অ্যালবামের ঘোষণা দিয়েছেন।
আরআইজে