ঠোঁটের হাসি চোখের কোণে হারিয়ে যায়: মিথিলা
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অনেক কিছুর পাশাপাশি লেখালেখিও করে থাকেন। কয়েকটি গানের কথাও লিখেছেন এই তারকা। তাহসানের সঙ্গে গাওয়া তার লেখা ‘রোদেলা দুপুরে’ তো এক সময় তুমুল জনপ্রিয় ছিল।
মিথিলা এবার নতুন কবিতা লিখেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সেই কবিতা নিজের ফেসবুকে ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন ৩টি সদ্য তোলা ছবি।
বিজ্ঞাপন
ছবিতে সাদা রঙের শাড়িতে শুভ্র দেখা যাচ্ছে দুই বাংলার অভিনেত্রীকে। ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন।
তবে মিথিলার কবিতা জুড়ে আছে অজানা এক অভিমানের সুর। কবিতার শুরুটা এমন-‘মন খারাপের দুপুরগুলো এমনই হয়/ঠোঁটের হাসি চোখের কোণে হারিয়ে যায়/বইয়ের পাতায় বুকমার্কটা থমকে থাকে/মাথার ভেতর আবোল তাবোল চলতে থাকে।’
ঢাকা পোস্টকে মিথিলা বললেন, ‘পোস্ট করার সময় ছবিগুলো দেখে এই লাইনগুলো মনে এসেছে। সেভাবেই লেখা।’
সঙ্গে আরও যোগ করলেন, ‘আমরা জীবনে অনেক সময়ই মনের ভেতর যা-ই থাক, ঠোঁটের কোনো হাসি লেপটে এগিয়ে যেতে চাই।’
আরআইজে