ভারত ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘মায়ার জঞ্জাল’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ছবিটি বাংলাদেশের পাশাপাশি ভারতের সিনেমা হলেও দেখার সুযোগ পাবেন দর্শক। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটি আগামী মাসেই দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক এবং নির্মাতা জসীম আহমেদ।
এখন চলছে জোর প্রচারণা। এর অংশ হিসেবে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এটি বেশ আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়ায়।
বিজ্ঞাপন
জসীম আহমেদ আরও জানান, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমাটি ইতিমধ্যেই অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
‘ফরিং’খ্যাত ভারতের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী ছবিটি পরিচালনা করেছেন। ‘দাগ’ এবং ‘এ পেয়ার অব স্যান্ডেল’ বানিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ এর প্রযোজক।
সিনেমাটিতে করেছেন অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, সোহেল রানা, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দোপধ্যায়, ব্র্যাত্য বসু, শাওলি চট্রোপাায়ের মতো দুই দেশের তারকাশিল্পীরা।