আগামী ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শনিবার বিকেলে রাজধানীর বনশ্রীতে ছবির প্রচারে একটি ইভেন্টে অংশ নেন নায়ক। দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন অনেক কথা।

বর্তমানে দেশীয় অনেক সিনেমাহলের পরিবেশই সিনেমাবান্ধব নয়। অপরিচ্ছন্ন, দুর্গন্ধযুক্ত পরিবেশেও দর্শক সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যান। যেখানে আসনগুলোতে ছারপোকারা বাসা বেঁধেছে।

শুভ বলেন, ‘লাইফ থেকে গুরুত্বপূর্ণ সময় বের করে টাকা খরচ করে গাড়িতে চড়ে সিনেমা দেখতে গিয়ে তারপর একপ্রকার ছারপোকার কামড় খান। সত্যিই বলছি, যদি পারতাম সবার বাড়ি গিয়ে বুকে জড়িয়ে কিছুক্ষণ আপনাদের পাশে বসে থাকতাম।’

দেশীয় চলচ্চিত্র শিল্পের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে নায়ক বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি প্রায়ই বলতেন আমরা অস্ত্র-ট্রেনিং ছাড়াই যুদ্ধে জিতেছি। তেমনি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছুই নাই। বিশ্বাস করেন, অদম্য ইচ্ছেশক্তি দিয়ে আমরা করেই যাচ্ছি।’

এতকিছুর পরেও যারা নিজের গাঁটের পয়সা খরচ করে সিনেমা দেখেন সেসব দর্শকের উদ্দেশে শুভ বলেন, ‘আপনারা সিনেমা দেখেন বলে আমার বাসায় বাজার হয়। সুন্দর সুন্দর জামাকাপড় পরে আপনাদের সামনে আসতে পারি।’

কাজের জায়গায় নিজের শতভাগ উজাড় করে দিয়েছেন শুভ। ভুল-শুদ্ধ বিচার করবেন দর্শক। তিনি জানান, ভুল তো হলিউডের ছবিগুলোতেও হয়। আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি কিনা সেটা দেখার ভার দর্শকের। ছারপোকা একটু কামড়ালেও ‘ব্ল্যাক ওয়ার’ দেখতে দর্শকদের হলে আসার আহ্বান জানান শুভ।

উল্লেখ্য, ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন-তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ। পরিচালনায় যৌথভাবে রয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।