গত বছরের ২৮ মার্চ জার্মানি গিয়ে স্পাইনাল কর্ডের চিকিৎসা করার কথা ছিল সুমনের। কিন্তু করোনার এক বছর অপেক্ষা করেও জার্মানিতে যেতে পারেননি সুমন। অসুস্থতা বাড়ায় ও চেকআপের জন্য তাকে নেওয়া হয়েছে থাইল্যান্ডের সামিতিভেজ হাসপাতালে।

সেখানে ভর্তি হওয়ার বিষয়টি আজ (১১ মার্চ) দুপুরে সুমন নিজে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি হওয়ার পর তাকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে। দেশসেরা এ বেজ গিটারিস্ট দীর্ঘদিন ধরে ব্যাংককের এ হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়ে আসছেন।

জানা যায়, মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য নয়, শারীরিক অবস্থা খারাপ এবং নিয়মিত কিছু চিকিৎসা নিতে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। তিনি এখন পর্যবেক্ষণে আছেন।

কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর গায়ক, বেজবাবা খ্যাত সুমন। শুরুতে ক্যান্সারে আক্রান্ত হলেও মরণব্যাধি এই রোগ থেকে সেরে উঠেছেন তিনি। তবে এখনো চলছে ক্যান্সারের ফলোআপ চিকিৎসা। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তা থেকেও মুক্ত হয়েছেন তিনি।

তবে ২০১৭ সালে ব্যাংককে ক্যান্সারের চিকিৎসা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের যে ক্ষতি হয়েছে তা এখনো সারেনি। বরং এই সমস্যাই তাকে বড় বেশি ভোগাচ্ছে। যার কারণে উঠতে পারছেন না মঞ্চে, গাইতে পারছেন না গান।

আরআইজে/এমএমজে