অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে বেশি বেশি কাজ করব : সুনেরাহ
‘ন ডরাই’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক। ভয়-ডরহীন এ যাত্রা ‘অন্তর্জাল’ থেকে বিস্তৃত হয়ে জড়িয়েছে ‘মশারি’তে। এবার গলা উঁচু করে দিতে চান ‘জয় বাংলার ধ্বনি’। হ্যাঁ, ঠিকই ধরেছেন। নতুন প্রজন্মের মেধাবী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের কথাই বলা হচ্ছে।
পর্দায় যতটুকু দেখা যায় সেটাই কি পুরো গল্পের শেষ? না, সেটাই শেষ নয় বরং নেপথ্যে আরও অনেক গল্প থাকে। যেগুলো পর্দায় ধরা দেয় না। তেমনই এক গল্পের কথা জানালেন সুনেরাহ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’তে অভিনয়ের পেছনের গল্প ওঠে আসে তার কণ্ঠে। তিনি জানান, ‘এই সিনেমার দৃশ্যধারণকালে টানা পাঁচ দিন না ঘুমিয়ে শুটিং করেছি। নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।’
বিজ্ঞাপন
নতুন সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’তে কাজ করতে রাজি হওয়ার গল্পও শোনালেন। সুনেরাহ বলেন, ‘প্রথমত, এটি মুক্তিযুদ্ধের সিনেমা। এ ধরনের একটি সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। আমি অনুদানের সিনেমায় কখনও কাজ করিনি। আমি যখন স্ক্রিপ্টটি পড়ছিলাম, তখন আব্বু জানতে চাইলেন সিনেমার গল্প কী নিয়ে। এটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা বলতেই আমাকে কাজটি করার ব্যাপারে সায় দিলেন।’
সমসাময়িকদের তুলনায় অভিনয়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার বিজয়ীর কাজ কম কেন? প্রশ্নের উত্তরে সুনেরাহর সোজাসাপ্টা জবাব, ‘অহেতুক কাজের সংখ্যা বাড়িয়ে লাভ নেই— এমন ভেবেছি বলে নিজেই কাজ কমিয়ে দিয়েছিলাম। তবে এখন আমি সিদ্ধান্ত থেকে সরে এসেছি। অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করার জন্য এখন থেকে বেশি বেশি কাজ করব। তাতে শিখতে পারব।’
উল্লেখ্য, ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় সুনেরাহর বিপরীতে আছেন চিত্রনায়ক নিরব। এটির গল্প লিখেছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন নির্মাতা খ ম খুরশেদ।
কেএইচটি