দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরছেন সংগীতশিল্পী কোনাল। ইতোমধ্যে গানের জাদুতে জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার কথার ফুলঝুরিতে মাতাবেন উপস্থানার মঞ্চ। মঙ্গলবার (১৮ অক্টোবর) পদ্মাপাড়ে বসতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসর। এই আয়োজনটি উপস্থাপনা করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল।

উপমহাদেশের অন্যতম আলোচিত মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐক্যডটকমবিডি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট। পদ্মা সেতুর ওপারে শেখ রাসেলের জন্মদিনে (১৮ অক্টোবর) শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে থাকছে নানামাত্রিক চমক। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজক কর্তৃপক্ষ বলছেন, পদ্মাপাড়ে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন। এই মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন সংগীতসহ সব অঙ্গনের তারকারা।

প্রায় ৭-৮ বছর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেছিলেন কোনাল। তিনি বলেন, “এবারের ঐক্যডটকম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ হচ্ছে আরও বড় পরিসরে। তাছাড়া সৈনিকদের সামনে ক্যান্টনমেন্ট এলাকায় কাজটি করব, যারা সবসময় দেশের জন্য নিবেদিত থাকেন। তাই এই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেওয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের।”

কোনাল জানান, ‘এই অ্যাওয়ার্ড আয়োজন উপমহাদেশের সংগীত অঙ্গনে অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। এবারের আয়োজনে বিভিন্ন চমক রয়েছে। বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করছি। যেহেতু অনুষ্ঠান হবে চমকে ভরপুর, তাই উপস্থাপনার মধ্যে চমক রাখার চেষ্টা থাকবে। পরিকল্পিত আয়োজনের মধ্যে উপস্থিত কিছু করার চেষ্টা থাকবে।

পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা কোনাল করলেও কয়েকটি সেগমেন্টে মঞ্চে উপস্থাপনা করবেন ইমরান মাহমুদুল, অপু মাহফুজ। চলতি মাসের শেষের দিকে চ্যানেল আই টেলিভিশন পর্দা এবং চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটি।

কেএইচটি