দায়িত্ব পালন করছেন নিপুণ, হতাশ জায়েদ খান
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আবারও ঝামেলা শুরু হয়েছে। আদালত পদটির ওপর স্থিতাবস্থা জারি করেছেন। কিন্তু এর মধ্যেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা নিপুণ। বিষয়টিকে অবৈধ বলে দাবি করছেন অনেকে।
সম্প্রতি শিল্পী সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নতুন কয়েকজন শিল্পীকে পরিচয়পত্র দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পরিচয়পত্রে সভাপতি হিসেবে স্বাক্ষর করেছেন ইলিয়াস কাঞ্চন। তবে বিপত্তি বাঁধল সাধারণ সম্পাদক পদ নিয়ে। কারণ সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন নিপুণ আক্তার।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে নিপুণের কোনো ব্যাখ্যা কিংবা বক্তব্য পাওয়া যায়নি। তবে সরব হয়েছেন জায়েদ খান। যিনি সাধারণ সম্পাদক পদে নিপুণের প্রতিদ্বন্দ্বী। তিনি এই ঘটনায় হতাশ হয়েছেন।
গণমাধ্যমকে জায়েদ খান বলেছেন, ‘অবৈধভাবে নিপুণ আবার কার্যক্রম শুরু করেছেন। তিনি মিটিংয়ে অংশ নিচ্ছেন। কিন্তু আমাদের মামলার এখনো কোনো সুরাহা হয়নি। যা ইচ্ছা তা–ই করতে পারেন না নিপুণ। আইন মানা একজন শিল্পীর নৈতিক দায়িত্ব।’
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রাথমিক ফলাফলে বিজয়ী হন জায়েদ খান। এরপর নিপুণ আপিল করেন। আপিলেও জয় পান জায়েদ।
পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন নিপুণ। ধীরে ধীরে বিষয়টি নিয়ে জটিলতা বাড়তে থাকে এবং আদালত পর্যন্ত গড়ায়। পদটি নিয়ে এখন অব্দি আদালতের কোনো চূড়ান্ত রায় আসেনি।
কেআই