ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার চলছে। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা যারাই দেখছেন, তারাই প্রশংসা করছেন। যার ফলে ক্রমশ এর জনপ্রিয়তা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে সিনেমা হলের সংখ্যাও।

গত ১০ জুলাই মাত্র ১১টি হল দিয়ে শুরু হয় ‘পরাণ’-এর যাত্রা। এরপর পাঁচদিনের মাথায় আরও কয়েকটি হল যুক্ত হয়। এবার জানা গেল, দর্শকপ্রিয়তার সুবাদে আগামী শুক্রবার (২২ জুলাই) থেকে দেশের ৫৫ হলে চলবে সিনেমাটি।

তাই নয়, প্রথম সপ্তাহ থেকেই ‘পরাণ’ এর মাল্টিপ্লেক্স স্ক্রিনিং সংখ্যা বেড়েছে কয়েক গুন। স্টার সিনেপ্লেক্স জানায়, তারা ৪টি দিয়ে শুরু করে এখন প্রতিদিন ২১টি করে শো চালাচ্ছে এই ছবির। যা বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড।    

এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমার স্টাইলটাই এমন। শুরুটা করি স্লোলি। সেটা ক্রমশ ছড়াতে থাকে বাংলাদেশজুড়ে। কারণ, দর্শক আগ্রহ এখানে মূল ফ্যাক্টর।’

লাইভ টেক প্রযোজিত এ ছবিটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, ‘শুক্রবার (২২ জুলাই) থেকে দেশের বড় বড় ৫৫টি হলে চলবে ‘পরাণ’। আমরা বিশ্বাস করি, পরের সপ্তাহ নাগাদ এই সংখ্যা ছাড়াবে শতাধিক হল।’

 

২য় সপ্তাহে (২২ জুলাই থেকে) যেসব হলে চলবে ‘পরাণ’-

 

১। স্টার সিনেপ্লেক্স– বসুন্ধরা শপিং মল, পান্থপথ

২। স্টার সিনেপ্লেক্স– সীমান্ত সম্ভার, ধানমন্ডি

৩। স্টার সিনেপ্লেক্স– এস কে এস টাওয়ার, মহাখালী

৪। স্টার সিনেপ্লেক্স– সনি স্কয়ার, মিরপুর-১

৫। স্টার সিনেপ্লেক্স– বঙ্গবন্ধু আর্মি মিউজিয়াম, বিজয় স্মরণি

৬। ব্লকবাস্টার সিনেমাস– যমুনা ফিউচার পার্ক

৭। লায়ন সিনেমাস– কেরানীগঞ্জ

৮। সীলভারস্ক্রীন– চট্টগ্রাম

৯। রুটস সিনেক্লাব– সিরাজগঞ্জ

১০। ঝুমুর– জয়দেবপুর, গাজীপুর

১১। আজাদ– পুরান ঢাকা

১২। পূরবী– ময়মনসিংহ

১৩। শংখ– খুলনা

১৪। চিত্রালী– খুলনা

১৫। দর্শন– ভৈরব

১৬। মধুমিতা– ঢাকা

১৭। চিত্রামহল– ঢাকা

১৮। শ্যামলী– ঢাকা

১৯। আনন্দ– ঢাকা

২০। বিজিবি অডিঃ– ঢাকা

২১। সেনা অডিঃ– ঢাকা ক্যান্টঃ

২২। গীত– ঢাকা

২৩। সেনা অডিঃ– সাভার ক্যান্টঃ

২৪। চাঁদমহল– কাঁচপুর

২৫। সিনেস্কোপ– নাঃ গঞ্জ

২৬। নিউমেট্রো– নাঃ গঞ্জ

২৭। চন্দ্রিমা– শ্রীপুর, সাভার

২৮। নবীন– মানিকগঞ্জ

২৯। মমতা– মাধবদী

৩০। পান্না– মুক্তারপুর

৩১। ছন্দা– হাসনাবাদ

৩২। মনিহার– যশোর

৩৩। শাপলা– রংপুর

৩৪। সিনেমা প্যালেস– চট্টগ্রাম

৩৫। সুগন্ধা সিনেপ্লেক্স– চট্টগ্রাম

৩৬। মধুবন সিনেপ্লেক্স– বগুড়া

৩৭।  নন্দিতা– সিলেট

৩৮। অভিরুচী– বরিশাল 

৩৯। চিত্রবাণী– গোপালগঞ্জ

৪০। সংগীতা– সাতক্ষীরা

৪১। বনলতা– ফরিদপুর

৪২। মিলন– মাদারীপুর

৪৩।  মালঞ্চ– টাঙ্গাইল

৪৪।  রাজমহল– চাপাইনবাবগঞ্জ

৪৫।  রুপকথা– শেরপুর

৪৬।  সাধনা– রাজবাড়ী

৪৭।  মোহন– হবিগঞ্জ

৪৮।  মুন– মুক্তাগাছা

৪৯।  মনিকা– শায়েস্তাগঞ্জ

৫০।  চলন্তিকা– গোপালদী

৫১।  পালকী– চান্দিনা

৫২।  আলীম– মঠবাড়িয়া

৫৩।  রাজ– কুলিয়ারচর

৫৪।  ছন্দা– পটিয়া

৫৫।  ভাই ভাই– সখিপুর

উল্লেখ্য, ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু প্রমুখ।

আরআইজে