ঈদের সিনেমা দেখবেন কোথায়?
অনেক আলোচনা-সমালোচনা আর অপেক্ষার পর মুক্তি পেয়েছে ঈদের তিনটি সিনেমা। এগুলো হলো ‘দিন-দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’। দেশের ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাগুলো।
এর মধ্যে হলসংখ্যায় অনেক বেশি এগিয়ে রয়েছে ‘দিন-দ্য ডে’। জানা গেছে, ঢাকাসহ দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এটি নির্মিত হয়েছে অনন্ত জলিল ও ইরানের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে।
বিজ্ঞাপন
অনন্ত জলিল বারবার বলেছেন, ‘দিন-দ্য ডে’র বাজেট ১০০ কোটি টাকার বেশি। যদিও এ নিয়ে রয়েছে বিতর্ক। এছাড়া সিনেমাটির ট্রেলার, গান কিংবা পোস্টার দেখে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি দর্শক। তবে এখন পুরো সিনেমাটি দর্শক গ্রহণ করে কিনা, সেটাই দেখার বিষয়।
এদিকে ঈদের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা ‘পরাণ’ মুক্তি পেয়েছে মাত্র ১৫টি প্রেক্ষাগৃহে। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দেখা যাবে সিনেমাটি। তবে দর্শকের এত আগ্রহের পরও হলসংখ্যা কম হওয়ায় নাখোশ অনেকে। যদিও সিনেমাটির নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কম প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বাড়বে।
এই সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমাটির ট্রেলার ও গান ব্যাপক প্রশংসিত হয়েছে। এখন পুরো সিনেমার পালা। কতটা সাফল্য পায়, সেটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই।
অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ মুক্তি পেয়েছে ১৮টি সিনেমা হলে। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও পূজা চেরি। এর ট্রেলার ও গান দর্শককে আকৃষ্ট করেছে। সেই আকর্ষণ পুরো সিনেমায় থাকে কিনা, তা বোঝা যাবে দর্শকের প্রতিক্রিয়ায়।
কেআই