অপু বিশ্বাস গর্বিত, শাকিবের স্বপ্ন হলো সত্যি
দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প, বৃহত্তম যোগাযোগ স্থাপনা পদ্মা সেতু চালু হয়েছে। শনিবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের সংযোগ স্থাপিত হলো।
অবিস্মরণীয় এই অর্জনে উচ্ছ্বসিত গোটা দেশের মানুষ। শোবিজ জগতের তারকারাও সমানভাবে আনন্দিত, উল্লাসিত। তাই প্রাণ খুলে সবাই প্রকাশ করছেন নিজেদের সুখানুভূতি।
বিজ্ঞাপন
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু দেশের এই বড় অর্জনের দিনে দূর থেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, ‘স্বপ্ন হলো সত্যি। পদ্মা সেতু এখন দৃষ্টিসীমায় দীগন্তজুড়ে। এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। পদ্মা সেতুর বাস্তবায়ন বাংলাদেশের পক্ষে একটি দুর্দান্ত অর্জন। আমাদের স্বনির্ভরতা, সাহস, দৃঢ়তা, সক্ষমতা, আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতু। আমাদের পদ্মা সেতু, আমাদের অহংকার।’
এদিকে ঢালিউডের জনপ্রিয় নায়িকা ও শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস পদ্মা সেতুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রতি। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘পদ্মা সেতু চালু হলো, বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গর্ব। তার সুদৃঢ় নেতৃত্বে দেশ ক্রমেই উন্নত থেকে উন্নত হচ্ছে। তার অন্যতম প্রমাণ স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন।’
একটি ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। যে দেশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মমতাময়ী মা এবং আমাদের চলচ্চিত্রবান্ধব, উনি যখন এ দেশে আছেন, তখন স্বপ্ন বলে কোনো কিছু থাকে না। সেটা বাস্তবায়ন হয়। প্রধানমন্ত্রীকে আমাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আমি অনেক শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি।’
কেআই