এবার পদ্মা সেতু নিয়ে তৈরি হলো সিনেমা
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড়-পদ্মা সেতু। অনেক স্বপ্ন ও গৌরবের সেতুটি অবশেষে চালু হচ্ছে নানা চড়াই-উতরাই পেরিয়ে। যেখানে মিশে আছে দেশের ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসা। আর তাই তো এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন নতুন গান।
এবার স্বপ্নের পদ্মা সেতু নিয়ে তৈরি হলো সিনেমা। যার নাম ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। এটি পরিচালনা করেছেন আলী আজাদ। এরই মধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে, চলছে সম্পাদনার কাজ।
বিজ্ঞাপন
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আলী আজাদ বলেন, ‘পদ্মা সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক। পদ্মা সেতুকে নিয়ে আমরা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। আশা করি দর্শক নিরাশ হবেন না। ’
সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালকের নিজের। পুরো সিনেমার শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজের ব্যানারে। এটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
পরিচালক জানান, চলতি মাসে সিনেমাটি সেন্সরে জমা পড়বে।
আরআইজে