ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন দঙ্গল অভিনেত্রী জাইরা ওয়াসিম। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে কর্ণাটকের স্কুল ও কলেজগুলোতে হিজাবের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি দীর্ঘ নোট শেয়ার করেছেন তিনি। পছন্দ নয়, বরং হিজাবকে ঈশ্বরের বাধ্যবাধকতা বলে অভিহিত করেন জাইরা। তিনি বলেন, ‘আমি, একজন নারী হিসেবে, যিনি কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে হিজাব পরেন, এ পুরো ব্যবস্থার প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানাই যেখানে শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিশ্রুতি পালন করার জন্য নারীদের আটকানো এবং হয়রানি করা হচ্ছে।’

জাইরা ওয়াসিম ২০১৯ সালে বলিউড ছেড়েছিলেন। এখন দঙ্গল অভিনেত্রী ধীরে ধীরে ইনস্টাগ্রামে ফিরে আসছেন। ফটো শেয়ারিং অ্যাপে একটি সাম্প্রতিক পোস্টে জাইরা কর্ণাটক ‘হিজাব রো’ সম্পর্কে কথা বলেছেন। ওই পোস্টে জাইরা হিজাবের ওপর নিষেধাজ্ঞা এবং কর্ণাটকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে যে হয়রানির মুখোমুখি হতে হয়েছে তার সমালোচনা করেন।

জাইরা তার নোটে লিখেছেন, ‘হিজাব বেছে নেওয়ার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ধারণাটি অজ্ঞাত। এটি প্রায়ই হয় সুবিধার বা অজ্ঞতার একটি নির্মাণ। ইসলামে হিজাব একটি পছন্দ নয়, বরং একটি বাধ্যবাধকতা। একইভাবে একজন মহিলা যিনি পরেন, হিজাব একটি বাধ্যবাধকতা পূরণ করছে, যাকে সে ভালোবাসে এবং সে নিজেকে এর কাছে সমর্পণ করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি, একজন মহিলা হিসেবে, যিনি কৃতজ্ঞতা এবং নম্রতার সঙ্গে হিজাব পরিধান করেন, এই পুরো ব্যবস্থাকে ঘৃণা করি এবং প্রতিরোধ করি যেখানে শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিশ্রুতি পালন করার জন্য মহিলাদের থামানো এবং হয়রানি করা হচ্ছে।’

মুসলিম নারীদের শিক্ষা এবং হিজাবের মধ্যে একটি বেছে নেওয়া অন্যায্য উল্লেখ করে তিনি বলেন, ‘মুসলিম মহিলাদের বিরুদ্ধে এ পক্ষপাতের চাপিয়ে দেওয়া এবং এমন ব্যবস্থা স্থাপন করা যেখানে তাদের শিক্ষা এবং হিজাবের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বা যেকোনো একটি ত্যাগ করতে হবে তা সম্পূর্ণ অন্যায়। তাদের একটি খুব নির্দিষ্ট পছন্দ করতে বাধ্য করার চেষ্টা করা, যা আপনার এজেন্ডাকে বাস্তবায়ন করে এবং তারপর আপনি যা তৈরি করেছেন তাতে বন্দি থাকাকালে তাদের সমালোচনা করা। তাদের ভিন্নভাবে বেছে নেওয়ার জন্য উত্সাহিত করার অন্য কোনো বিকল্প নেই। এর সঙ্গে পক্ষপাতিত্ব না হলে এটি কী? যারা এটির সমর্থনে কাজ করার বিষয়টি নিশ্চিত করছেন?’

জাইরা ওয়াসিম আরও যোগ করেছেন, এটি দুঃখজনক যে এসব ‘ক্ষমতায়নের নামে’ করা হচ্ছে। ‘সর্বোপরি, একটি মুখোশ তৈরি করা যে ক্ষমতায়নের নামে এসব করা হচ্ছে, তা আরও খারাপ যখন এটি তার একেবারে বিপরীত। দুঃখজনক। এভাবে চিঠিটি শেষ করেন তিনি।

এসএসএইচ