সাপটা ধরতে গিয়ে ৩ বার কামড় খেলাম: সালমান খান
শনিবার মধ্যরাতে সাপে কামড় দিয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই দুর্ঘটনা।
সেই অঘটনের পর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন ‘ভাইজান’। জানালেন বিস্তারিত।
বিজ্ঞাপন
সালমান খান বলেন, ‘আমাদের পানভেলের খামারবাড়িতে সাপটি ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সাপটিকে তুলি। বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু ধীরে ধীরে সাপটি আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে সাপটিকে ধরি। তারপর সাপটি তিনবার আমার হাতে কামড় দেয়।’
‘সল্লু ভাই’য়ের ভাষায়, ‘সাপটিকে দেখে বিষাক্ত বলে মনে হয়েছে তার। আরও জানান, এ ঘটনায় ছয় থেকে সাত ঘণ্টা হাসপাতালে থাকতে হয়েছে তাকে। এখন যদিও ঠিক আছেন।
তবে সালমান খানের বাবা সেলিম খান এবং ঘনিষ্ঠ বন্ধু সূত্রে জানা গেছে, সাপটির বিষ নেই। তাই কোন তথ্য সত্যি, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। তাছাড়া ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, শনিবার রাতে তারা বাগানে বসে আড্ডা মারার সময় সলমন হাতে ব্যথা অনুভব করেন। তার পরেই একটি সাপ চোখে পড়ে সবার। সঙ্গে সঙ্গে সাহায্য চেয়ে চিৎকার করে ওঠেন বন্ধুরা। দেরি না করে বলি তারকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বয়ানের সঙ্গেও মেলে সালমানের কথা।
জানা গেছে, আজ সোমবার (২৭ ডিসেম্বর) পানভেলে নিজের ৫৬তম জন্মদিন পালন করার কথা সালমানের। তবে সাপের কামড় সব কিছু এলোমেলো করে দিয়েছে। সালমান এখন দিনটি কী ভাবে কাটাবেন, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান খান। তার বাবা খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান। জন্মের পর বাবা নাম রাখেন আব্দুল রশিদ সেলিম সালমান খান। তবে ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী তিনি ‘সালমান খান’ নামেই পরিচিত।
আরআইজে