২০০ কোটির প্রতারণা: বিমানবন্দরে আটকানো হলো জ্যাকুলিনকে
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিদেশ যাত্রা আটকে দিয়েছে ভারতীয় প্রশাসন। রোববার (৫ ডিসেম্বর) দুবাই যেতে চাইলে মুম্বাই বিমানবন্দরে তাকে আটকানো হয়। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নোটিশের ভিত্তিতে তার দেশত্যাগ রুখে দেওয়া হয়েছে।
বেশ কিছু দিন ধরে ২০০ কোটি রুপির একটি প্রতারণা মামলা তদন্ত করছে ইডি। সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জ্যাকুলিনের। তাদের একাধিক ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে সম্প্রতি। দফায় দফায় জ্যাকুলিনকে কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
বিজ্ঞাপন
এরপরই জ্যাকুলিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়। কিন্তু রোববার তিনি দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে হাজির হন। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। কিন্তু তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি থাকায় ইমিগ্রেশন কর্মীরা আটকে দেয়।
জানা গেছে, শিগগিরই ইডির দিল্লি দফতরে নেওয়া হবে জ্যাকুলিনকে। সেখানে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট দাখিল হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং ও মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন তিনি ও তার স্ত্রী লিনা পাল। সেই মামলায় গ্রেফতার হন এ দম্পতি।
মামলার তদন্তে বেরিয়ে আসে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সুকেশের ঘনিষ্ঠতার কথা। অভিনেত্রীকে ৯ লাখ রুপির পার্সি বিড়াল, ৫২ লাখ রুপির একটি ঘোড়াসহ প্রায় ১০ কোটি রুপির উপহার দিয়েছিলেন সুকেশ।
কেআই