গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে মাদকসহ আটক করা হয় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। পরদিন মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর কয়েক ধাপে আবেদন করা হলেও জামিন পাননি আরিয়ান। ২৩ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্ধী ২৩ বছর বয়সী শাহরুখপুত্র।

জামিন চেয়ে এবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান। আজ তার জামিনের মামলার প্রথম শুনানি। আর মুম্বাই হাইকোর্টে মানশিন্ডে নয়, আরিয়ানের হয়ে সাওয়াল জবাব করতে দেখা যাবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগিকে। বিচারপতি নীতীন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে আজ দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করবে।

ম্যাজিস্ট্রেট ও সেশন কোর্টে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়া মামলায় তার হয়ে লড়েছিলেন মানশিন্ডে। আরিয়ানের জামিন না-হওয়া নিয়ে দেশের বড় একটা অংশ ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহলও। অনেকেই এর মধ্যে রাজনৈতিক দিক খুঁজে পেয়েছেন। এখন দেখার আজকের (২৬ অক্টোবর) শুনানি আরিয়ানের পক্ষে যায় কি না!

আরআইজে