বিজ্ঞাপনের টাকা ফেরত দিলেন অমিতাভ বচ্চন
আজ সোমবার (১১ অক্টোবর) বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন। বিশেষ এই দিনে নতুন এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন ‘বিগ বি’। একটি পান মশলা ব্র্যান্ডের হয়ে কাজ করে আসছিলেন তিনি। এখন থেকে আর সেই ব্র্যান্ডের মুখ হিসেবে দেখা যাবে না তাকে। বহুদিন ধরেই এই বিজ্ঞাপন নিয়ে চর্চা চলছিল। এবার অমিতাভের পদক্ষেপ বুঝিয়ে দিল তিনি অনুরাগীদের অনুরোধ রেখেছেন।
সম্প্রতি একটি ন্যাশনাল অ্যান্টি-টোব্যাকো সংস্থার তরফ থেকেও অমিতাভকে অনুরোধ জানানো হয়েছিল পান মশলার প্রচার না করতে। অমিতাভের টিমের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সকলকে জানানো হয়েছে, ‘বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়া শুরুর কয়েক দিন পরেই মিস্টার অমিতাভ বচ্চন ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে এবং গত সপ্তাহেই সেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ান।’
বিজ্ঞাপন
এই সিদ্ধান্ত প্রসঙ্গে জানানো হয়েছে, ‘অমিতাভ কনট্র্যাক্ট সাইন করার সময় জানতেন না এটা একটি সারোগেট অ্যাড (নিষিদ্ধ বস্তু যেমন মদ, সিগারেট, তামাক-জাত দ্রব্যের বিজ্ঞাপন)। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘এই ব্যাপারে অমিতাভ ওই সংস্থার কাছে লিখিত আবেদন করেছেন। এবং প্রচারের জন্য নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছেন।’
কিছুদিন আগেই অমিতাভের এক অনুরাগী সামাজিক মাধ্যম ফেসবুকে বিগ বি-কে ট্যাগ করে লেখেন, ‘হ্যালো স্যার! আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে। আপনার কি প্রয়োজন পান মশলার বিজ্ঞাপন করার? তাহলে ছোট অভিনেতাদের সঙ্গে আপনার পার্থক্য কোথায়?’
যার জবাবে অমিতাভকে লিখতে দেখা যায়, ‘কেন আমি এর সঙ্গে জড়িত? এটা যদি একটা ব্যবসা হয়, তাহলে তো আমাদেরও নিজেদের ব্যবসা নিয়ে ভাবতে হবে। যদি কোনও একটি জিনিস বাজারে ভালো চলে, তাহলে আমি কেন এটা করছি প্রশ্ন করার তো জায়গাই আসে না। এবার আপনার মনে হচ্ছে আমি কেন একাজ করছি, কারণ আমি এটার জন্য টাকা পাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেকেই আছেন যারা কাজ করলে টাকা পান। পাশাপাশি দয়া করে 'ততপুঞ্জিয়া'র মতো শব্দ ব্যবহার করবেন না। এটা আপনার মুখে মানায় না, যেমন আমাদের ইন্ডাস্ট্রিকে কাজ করা অভিনেতাদের সাথেও যায় না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস