বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক পার্টি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হলেও জামিন মেলেনি। আগামী ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ডে থাকতে হবে এই তারকা সন্তানকে।

শোনা যাচ্ছে, এনসিবি’র পক্ষ থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে। তাদের ফোনও ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে বিস্তারিত তথ্যের জন্য। তবে ফাঁকা সময়ে পড়ার জন্য বিজ্ঞানের বই দেওয়া হয়েছে আরিয়ানকে। যা সে নিজেই এনসিবি’র কাছে চেয়েছিল পড়ার জন্য, ইন্ডিয়া টুডে-র এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

আপাতত এনসিবি’র দফতরে আটকৃতদের খাবার আনানো হচ্ছে সদর দপ্তরের কাছের এক রাষ্ট্রীয় হিন্দু রেস্তোরাঁ থেকে। এর কারণ, অফিস চত্বরে ঘরে রান্না করে খাবার খাওয়া নাকি নিষিদ্ধ।  

আপাতত আরিয়ানের বেলের চেষ্টা করে যাচ্ছেন তার আইনজীবী। আগামীকাল ফের আদালতে তোলার কথা আছে তাকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরআইজে