যে কারণে আদালতের দ্বারস্থ সালমান খান
বলিউড ভাইজান সালমান খানকে ব্যাঙ্গ করে একটি ভিডিও গেম বাজারে উন্মুক্ত হয়েছে। আর এতে রেগে গিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। আইনজীবীর মাধ্যমে অভিযোগ দাখিল করেছেন তিনি।
কিছু দিন আগেই বাজারে আসে ‘সেলমন ভাই’ নামের একটি ভিডিও গেম। সালমানের অভিযোগ, তার নামের ব্যাঙ্গ করেই এমন নাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গেমটির বিষয়বস্তু নিয়েও সাল্লুর আপত্তি রয়েছে। তার ‘হিট অ্যান্ড রান’ মামলার অনুকরণে এটি বানানো হয়েছে। এসব দেখেই ক্ষুব্ধ হয়েছেন ভাইজান।
বিজ্ঞাপন
অন্যদিকে গেমটি যে প্রতিষ্ঠান থেকে বানানো হয়েছে, তারাও অভিযোগের বিরুদ্ধে হলফনামা জমা দিয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি।
এদিকে সালমান খান বর্তমানে রয়েছেন তুরস্কে। সেখানে তিনি ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং করছেন। জানা গেছে, তুরস্কে থেকেই নিজের আইনজীবীকে মামলা করার নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। খল চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০০২ সালে মুম্বাইতে একটি গাড়ি দুর্ঘটনায় জড়ায় সালমান খানের নাম। অভিযোগ ওঠে, সালমান চালকের আসনে ছিলেন এবং চাপা দিয়ে পালিয়ে যান। তবে কয়েক বছর মামলাটি চলার পর আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন।
কেআই/আরআইজে