চলমান আফগানিস্তান ইস্যুতে এবার হুমকি দেওয়া হলো ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার-কবি ও গীতিকার জাভেদ আখতারকে। ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সঙ্গে তালেবানের তুলনা করেন বর্ষীয়ান এ শিল্পী।

যার ফলশ্রুতিতে জাভেদকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে বলে হুমকি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতা রাম কদম।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) আরএসএসের সঙ্গে তালেবানের তুলনা করেছিলেন জাভেদ আখতার। এর পরদিনই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম তাকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‌‘জাভেদ আখতার যদি আরএসএসের কাছে ক্ষমা না চান, তাহলে তার সঙ্গে সম্পর্ক আছে এমন কোনও ফিল্ম দেখাতে দেওয়া হবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাম কদম লেখেন, ‘জাভেদ আখতারের বিবৃতি শুধু লজ্জাজনক নয়, তা সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের কোটি কোটি অনুগামীর কাছে দুঃখজনক ও আপত্তিকর।’

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে আরএসএসকে নিয়ে জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর এক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা একই রকম। তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু—যেই হোক না কেন। তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও একই।’

আরআইজে