১৯৯৬ সালের কথা। বলিউড অভিনেত্রী কাজল তখন উঠতি তারকা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কর্ণ অর্জুন’- এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে, রেখা তখন ‘সিনিয়র’। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন দু’দশকের বেশি সময়। সেই বছর বলিউডের দুই প্রজন্মের তারকাকে নিয়ে ফটোশুট করেছিল একটি বিনোদন পত্রিকা। আর সেই ফটোশুট বলিউডের অন্দরে বিতর্কের ঝড় তোলে।

পত্রিকার প্রচ্ছদের জন্য তখন যে ভঙ্গিতে কাজল এবং রেখা ছবি তুলেছিলেন, সে সময় অনেকেই তা মেনে নিতে পারেননি। একটিই বড় মাপের সোয়েটারে নিজেদের মুড়ে ছবি তুলেছিলেন কাজল-রেখা। তখন নারী অভিনেত্রীর এই ঘনিষ্ঠ ফটোশুট দৃষ্টিকটু বলে মনে হয়েছিল পাঠকদের একাংশের কাছে। এমনকি বলিউডেও দুই অভিনেত্রীর এই ফটোশুট নিয়ে কম কথা হয়নি।

যদিও সেই বিতর্ক বিশেষ প্রভাব ফেলেনি কাজল বা রেখার ব্যক্তিগত জীবনে। পরবর্তীতে সেই ফটোশুটের ছবি নিয়ে দুজন মধ্যে হাসি-ঠাট্টায় মেতেছিলেন বলেও শোনা যায়।

আরআইজে