সুযোগ দেয়ার নামে ধর্ষণ, টি-সিরিজের মালিকের বিরুদ্ধে মামলা
ভারতের শীর্ষস্থানীয় মিউজিক লেভেল ও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের ডিএন নগর থানায় তাকে আসামী করে মামলা দায়ের করেছেন ৩০ বছর বয়সী এক নারী। খবরটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।
মামলায় ওই নারী উল্লেখ করেন, অ্যালবামে গান করার সুযোগ দেওয়ার নামে তাকে ধর্ষণ করেছেন ভূষণ। একবার, দু’বার নয়, ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অসংখ্যবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছেন ভূষণ।
বিজ্ঞাপন
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্ত শুরু হয়ে গেছে।
উল্লেখ্য, ১৯৮৩ সালে টি-সিরিজ প্রতিষ্ঠা করেন গুলশান কুমার। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার। ওই বছর তার মৃত্যুর পর ছেলে ভূষণ কুমার দায়িত্ব নেন টি-সিরিজের।
কেআই