দিলীপ কুমারের সঙ্গে কাজের সুযোগ হারিয়েছিলেন অভিষেক
বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে মৃত্যুবরণ করেন বলিউডের ‘ট্র্যাজিক হিরো’ দিলীপ কুমার। এরপর বিকেল ৫টার দিকে তাকে জুহু কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
প্রায় পাঁচ দশক ধরে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া কিংবদন্তি অভিনেতার প্রয়াণের খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন চলচ্চিত্র-প্রেমীরা। এদিন বিকেলে দিলীপ কুমারের বাড়িতে হাজির হন বলিউডের তাবড় অভিনেতারা। ধর্মেন্দ্র, অনুপম খের, শাহরুখ খান, অনিল কাপুর ও রণবীর কাপুরেরা এসে দিলীপের স্ত্রী সায়রা বানুকে সান্ত্বনা দিয়েছেন।
বিজ্ঞাপন
বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে দিলীপ কুমারের কবরস্থানে গিয়েছিলেন অভিষেক বচ্চনও। দিলীপ কুমারের প্রয়াণে সামাজিক মাধ্যমে একটি পোস্টও শেয়ার করেন অভিষেক বচ্চন। জানান, “আমার প্রথম সিনেমা হওয়ার কথা ছিল ‘আখরি মুঘল’। আর সেই সিনেমায় আমার বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের। আমার মনে আছে বাবা (অমিতাভ বচ্চন) এই কথা শুনে আমায় বলেছিল, তার একটা যুগ লেগে গিয়েছে দিলীপ কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। আর আমি আমার প্রথম ছবিতেই সেই সুযোগ পেয়েছি। এই সুযোগ যেন আমি জীবনে কাজে লাগাই তারই উপদেশ তিনি আমায় দিয়েছিলেন। তাকে পর্যবেক্ষণ করে কাজ শেখার কথাও বলেছিলেন। আমার আইডলের আইডল-এর সঙ্গে কাজ করার সুযোগ ছিল আমার কাছে। কিন্তু দুঃখের বিষয় সেই সিনেমা আর তৈরিই হয়নি। আর কাজ করার সুযোগ পাব না দিলীপজির সঙ্গে। ওই কাজ হলে নিজেকে ভাগ্যবান মনে করতাম।’
অভিষেক আরও লেখেন, ‘একটা যুগের শেষ হল তার মৃত্যুর সঙ্গে। তবে ভালো ব্যাপার এই যে আরও অনেক প্রজন্ম তার অভিনীত সিনেমা দেখার, তাকে দেখে অভিনয় শেখার, সবচেয়ে বড় কথা তার সিনেমা উপভোগ করার সুযোগ পাবে।’
অভিষেক তুলে ধরেন, ‘আমরা আপনাকে ধন্যবাদ জানাই কাজের প্রতি এভাবে ভালোবাসা, শ্রদ্ধা উজার করে দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য। সায়রা বানুজি আর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’