আলিয়ার কাছে কাজ চাইছেন শাহরুখ!
বলিউড বাদশাহ তিনি। অভিনয় করার পাশাপাশি নিজেও সিনেমা প্রযোজনা করেন। অর্থাৎ বহু মানুষকে তিনি কাজ দেন। আর তিনিই কিনা অন্যের কাছে কাজ চাইছেন! ভাবতে অবাক লাগলেও ঘটনা সত্যি। বলিউড কিং শাহরুখ খান কাজের আর্জি জানিয়েছেন। সেটাও আবার এ প্রজন্মের অভিনেত্রী আলিয়া ভাটের কাছে। ঘটনাটি তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আলিয়া ভাট সদ্য শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। এর নাম ‘ডার্লিংস’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি। তার সঙ্গে আরও অভিনয় করছেন বিজয় বার্মা, শেফালি শাহ প্রমুখ।
বিজ্ঞাপন
এই সিনেমার কাজ শুরু হওয়ার খবর জানিয়ে একটি টুইট করেন আলিয়া। তাতে লেখেন, ‘ডার্লিংস’-এর প্রথম দিন। প্রযোজক হিসেবে আমার প্রথম সিনেমা। কিন্তু সবার আগে আমি অভিনেত্রী। এই ক্ষেত্রে অবশ্য ভীষণ নার্ভাস এক অভিনেত্রী। আমি জানি না এটা কী। তবে প্রতিটা নতুন সিনেমায় কাজ শুরুর আগে আমি নার্ভাস হয়ে যাই।
আলিয়ার টুইটের বিপরীতে রি-টুইট করেছেন শাহরুখ খান। তিনি আলিয়ার প্রতি আর্জি জানিয়ে লিখেছেন, এই কাজটির পর তোমার পরবর্তী সিনেমায় আমাকে একটা সুযোগ দেবে! আমি নিশ্চিত করছি সময় মতো আসব, পেশাদারিত্বের সঙ্গে কাজটা করব।
এই ফাঁকে বলে রাখা প্রয়োজন, ‘ডার্লিংস’ সিনেমাটি আলিয়া ভাট একা প্রযোজনা করছেন না। তার সঙ্গে আছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টও।
উল্লেখ্য, শাহরুখ খান ও আলিয়া ভাট একসঙ্গে অভিনয় করেছেন ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায়। সেখানে তাদের অনবদ্য অভিনয় এবং সিনেমাটির গল্প দারুণ প্রশংসিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, শিগগিরই তারা নতুন কোনো সিনেমায় পুনরায় জুটি বাঁধবেন। আপাতত শাহরুখ ব্যস্ত ‘পাঠান’ নিয়ে। যেটি নির্মাণ করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে তার বিপরীতে আছেন দীপিকা পাডুকোন।
কেআই/আরআইজে