অন্য পরিচালকের ছবিতে অডিশন, হৃতিককে সতর্ক করেন রাকেশ

মার্কিন মুলুকে ট্যুরে গেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। নিউ জার্সিতে দেখা করেন তার অনুরাগীদের সঙ্গে। ভক্তদের সঙ্গে কথা বলার সময় তার ‘ভয়’ নিয়ে কথা বলেন বলিউডের গ্রিক গড। জানান, তিনি কত নার্ভাস।
এদিকে ‘কৃষ ৪’ ছবিটির পরিচালক স্বয়ং হৃতিক। এই প্রথম কোনও ছবি পরিচালনা করবেন তিনি। তা নিয়ে ভীষণই ভয়ে আছেন অভিনেতা। বাবা রাকেশ রোশানের পথেই হাঁটছেন হৃতিক। অভিনেতা হওয়ার পাশাপাশি রাকেশ ছবির নির্দেশকও।
বিজ্ঞাপন
তেমনই হতে চাইছেন হৃতিকও। ‘কোই মিল গয়া’ ও সেই ছবির দুটি সিক্যুয়েলের পরিচালক ছিলেন রাকেশ। ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিটির পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হৃতিক। অভিনয়ের সঙ্গে ক্যাপ্টেন অফ দ্য শিপ-এর দায়িত্বও পালন করবেন তিনি।
আরও পড়ুন
ফ্যানদের সঙ্গে কথা বলতে গিয়ে তার প্রথম অভিনয়ের দিনে ফিরে গিয়েছিলেন হৃতিক। বাবা রাকেশ রোশনের পরিচালনায় তৈরি ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে হয় তার ডেবিউ। সেই সময়কার কথা বলতে গিয়ে হৃতিক জানান, লুকিয়ে অন্য একটি ছবির অডিশন দিতে গিয়েছিলেন তিনি।
সেই ছবির নির্দেশক ছিলেন শেখর কাপুর। সেই সময় তিনি জানতেনই না, বাবা রাকেশ রোশন তাকে লঞ্চ করার পরিকল্পনা করছেন। হৃতিক বলেন, ‘বাবা সব সময় বলতেন, নিজের ক্যারিয়ার নিজেকেই তৈরি করতে হবে। একেবারেই ভাববে না, আমি পরিচালক বলে তোমাকে নিয়ে ছবি তৈরি করব।’
‘আমি সেই কথাকেই পাথেয় করে নিয়েছিলাম। নিজেই চেষ্টা করেছিলাম। অডিশনে গিয়েছিলাম। আমার বন্ধু ডব্বু রতনানিকে দিয়ে ফোটোশুট করিয়েছিলাম। সেই সময় হাতে টাকা ছিল না বলে ডব্বুকে কোনও পারিশ্রমিক দিতে পারিনি। ডব্বু টাকা নিতেও চাননি।’
তারপর শেখর কাপুরের ‘তারা রাম পম’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন হৃতিক। চিত্রনাট্যও পছন্দ হয়েছিল তার। এই খবর জানতে পেরে হৃতিককে ফোন করে ডেকে পাঠান রাকেশ। তাকে পরবর্তীতে আর কোনও অডিশনে যেতেও মানা করেন চিন্তিত বাবা। হৃতিক বলেন, ‘বাবার বোধহয় মনে হয়েছিল, তার পুত্রকে কাজে লাগিয়ে অন্য কেউ ছবি তৈরি করবেন, তিনি সেটা একেবারেই চাননি।’
এমআইকে