দুর্ঘটনার পর কেমন আছেন সোনু সুদের স্ত্রী?

ভারতের মুম্বাই-নাগপুর হাইওয়েতে বড় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। সঙ্গে ছিলেন তার দিদি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সোনালি এবং তার দিদির শরীরে একাধিক ক্ষত রয়েছে। তাদের আরও বেশ কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তবে অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি বলা হয়েছে, ‘রাত ১০.৩০টা নাগাদ তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বেশ কিছু টেস্ট করানো হয়েছে। সোনালি সুদ ও তার দিদির চিকিৎসা শুরু হলেও, বোনপোকে তখনই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঘটনার পর সোনু নিজেও তার ভক্তদের স্ত্রীর শারীরিক অবস্থার আপডেট দেন। অভিনেতা বলেন, ‘সোনালি এখন ভালো আছেন। খুব অলৌকিক ভাবে ও প্রাণে বেঁচে গিয়েছে।’
‘নাগপুর বিমানবন্দর থেকে বেরিয়ে ফ্লাইওভারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়ির এয়ারব্যাগগুলো সময়মতো খুলে যাওয়ায় কোনও বড় ক্ষতি হয়নি।’
ঘটনাস্থল থেকে তাদের দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, দুমড়ে গিয়েছে গাড়িটি। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সোনালিদের গাড়ি। প্রসঙ্গত, ১৯৯৬ সালে সোনালিকে বিয়ে করেন সোনু। তাদের দুই সন্তান, আয়ান ও ইশান্ত।
এমআইকে