বলিউডের অন্যতম তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। গত বছরের (৮ সেপ্টেম্বর) তাদের কোলজুড়ে আসে কন্যা সন্তান দোয়া। তারকা দম্পতি লাইমলাইটে থাকলেও কিন্তু মেয়ের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করেন। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গাড়িতে ঘুমন্ত দুয়ার কাছে পাপারাজ্জিদেরকে যেতে দেয়নি অভিনেতা। এ ঘটনায় নেটিজেনরা রণবীরের বেশ প্রশংসা করেছেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘সম্প্রতি মুম্বই ফিরেছেন দীপিকা। স্ত্রীকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন রণবীর। ছবির জন্য পোজ দিতে দীপিকা-রণবীরেরও ক্লান্তি বা আপত্তি নেয়।’

প্রতিবেদনে আরও বলা হয়, তবে পাপারাজ্জিরা যখন তাদের পিছু নিয়ে গাড়ির কাছে যাচ্ছিলেন তভ বাধা দেন রণবীর। অত্যন্ত বিনীতভাবে তারকা জানান, গাড়িতে তার ছোট্ট মেয়ে দুয়া ঘুমাচ্ছে। তাই ফ্ল্যাশবাল্বের ঝলকানি নিয়ে সেখানে যেন কেউ না যান। সকলকে চিৎকার করতেও বারণ করেন তারকা।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন। মেয়ে হওয়ার পর লাইমলাইট থেকে দূরে ছিলেন দীপিকা।

এমআইকে