মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেডিও মির্চির জনপ্রিয় আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং। শুক্রবার গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিমরান। তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 

জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান গুরুগ্রামের ওই ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে থাকতেন। তার বন্ধুই পুলিশকে ফোন করে ঘটনার সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। 

এ ঘটনায় পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরেই মনমরা ছিলেন সিমরান। সে কারণেই এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। 

পরিবার আরও জানিয়েছে, নিজের মৃত্যুর জন্য সিমরান কাউকে দায়ী করে যাননি।

২৫ বছর বয়সী সিমরানের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ। এই রেডিও জকিকে তার ভক্তরা ভালবেসে ‘জম্মু কি ধড়কন’ বলে ডাকতেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তিনি।

সিমরনের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহও এই আরজের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এনএইচ