সালমানের সঙ্গে প্রেম ছিল? জানালেন প্রীতি
বলিউড ভাইজান সালমান খান। যার প্রেমিকার তালিকাটা দীর্ঘ। ৫৯ বছর বয়সেও তিনি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ। এই প্রেমিকার তালিকায় কারা ছিলেন, আর কারা ছিলেন না— তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ভক্তরা প্রায় রোজই নতুন প্রেম খুঁজে বের করার চেষ্টা করেন সালমান খানের জন্য। কিন্তু বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা কি কখনও প্রেম করেছিলেন সালমানের সঙ্গে?
বিজ্ঞাপন
এত বছর পর সরাসরি এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দুই সন্তানের মা প্রীতিকে। 'হার দিল জো পেয়ার করেগা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'দিল নে জিসে আপনা কাহা', 'জান-এ-মন'-এর মতো বক্স অফিস সফল ছবিতে জুটি বাঁধতে দেখা গেছে প্রীতি-সালমানকে।
তবে কোনও দিনই তাদের পর্দার রসায়ন পর্দার বাইরে দেখা যায়নি। কিন্তু এবার সালমানের ৫৯ তম জন্মদিনে কি সেই ইঙ্গিত নিজেই রেখে গেলেন প্রীতি!
২৭ ডিসেম্বর ছিল সালমান খানের জন্মদিন। নিজের পরিবারের সঙ্গে সেই দিনটি বিশেষভাবে পালন করেছেন ভাইজান। আঁটসাঁট নিরাপত্তায় শুধু ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তিনি।
লতায়পাতায় খান পরিবারের সঙ্গে জড়িত প্রায় সকলেই ২৬ ডিসেম্বর রাত থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রীতি একটু দেরি করলেন। জন্মদিনের একদম শেষ বেলায় হাজির হলেন এক্স হ্যান্ডলে।
আরও পড়ুন
ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাজ তৈরি করে লিখলেন, ‘শুভ জন্মদিন সালমান। শুধু জানাতে চাই, তোমাকে সবচেয়ে বেশি ভালবাসি। বাকিটা বলব যখন কথা হবে...আর হ্যাঁ, আমাদের আরও কিছু ছবি প্রয়োজন, না হলে পুরনো ছবিগুলোই পোস্ট করতে থাকব!’
প্রীতির এমন ভালবাসার বহরে ভেসে গেছেন ভক্তরা। একজন অভিনেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘অবশেষে সবচেয়ে কাঙ্ক্ষিত শুভেচ্ছাটি পেলেন ভাইজান।’ এর উত্তরে প্রীতি জানিয়েছেন, ‘হ্যাঁ, কারণ আমি আমেরিকায়, আর এখানে এখনই ওর জন্মদিন।’
কিন্তু সত্যিই কি প্রীতির সঙ্গে এমন কোনও সম্পর্ক ছিল সালমানের, তারা কি কখনও প্রেম করেছেন? এ প্রশ্নও উঠে এসেছে সরাসরি সামাজিক যোগাযো মাধ্যমে। যেখানে প্রীতি লিখেছেন, ‘না না, একেবারেই নয়! সালমান আমার পরিবারের একজন খুব ভালো বন্ধু, আর আমার স্বামীরও বন্ধু...।’
নেটিজেনের প্রশ্নের উত্তর দিলেন প্রীতি। এরপর যেন এ বিষয়ে আর কোনওভাবেই জলঘোলা না হয়, অভিনেত্রী জানিয়েও দিয়েছেন সে কথা।
এনএইচ