২০০৭ সালে পর্দা কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ‘ওম শান্তি ওম’। শাহরুখ খান অভিনীত সেই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল‌ অর্জুন রামপালকে। 

তবে জানেন কি, এই ছবিতে প্রথম কাজ করার কথা ছিল‌ বিবেক ওবেরয়ের! অর্জুন রামপাল অভিনীত সেই খলনায়কের ভূমিকায় পরিচালক ফারহা খানের প্রথম পছন্দ ছিল বিবেক!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন বিবেক। তবে কেন তিনি 'ওম শান্তি ওম'-এ কাজ করার প্রস্তাব ফিরিয়েছিলেন? তারও জবাব দিয়েছেন 'সাঁথিয়া' নায়ক। 

বিবেক জানান, ফারহা খান যখন তার কাছে এই ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন তখন তিনি 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ছবির জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। সেই ছবির জন্য ডেট-ও দেওয়া হয়ে গিয়েছিল। 

অন্যদিকে, ফারহা 'ওম শান্তি ওম'-এর জন্য যে যে ডেট চাইছিলেন, তা দিলে এই ছবিতে আর কাজ করতে পারতেন না বিবেক। অথচ ততদিনে 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ছবির 'মায়া' চরিত্রের জন্য মাস পাঁচেকের প্রস্তুতি সেরে ফেলেছিলেন বিবেক। 

বিভিন্ন পুলিশ অফিসারের সঙ্গে বৈঠক করা থেকে শুরু করে গ্যাংস্টার মায়ার পুলিশ ফাইলস পড়া-সবকিছু করেছিলেন তিনি। তার উপর এই ছবির গল্পও দারুণ মনে ধরেছিল বিবেকের। অতএব শাহরুখের ছবিতে কাজের প্রস্তাব ফেরানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না তার হাতে।

যদিও এমনটি করতে মন চায়নি বিবেকের। অভিনেতার কথায়, শাহরুখ ভাই দারুণ একজন মানুষ। তার সঙ্গে 'সাঁথিয়া' ছবিতে কাজ করে দারুণ আনন্দ পেয়েছিলাম। কিন্তু সত্যিই আমার কিছু করার ছিল না 'ওম শান্তি ওম' নিয়ে। অবশ্যই আগ্রহী ছিলাম ওই ছবিতে কাজ করতে। এমনটা যদি হতো যে একসঙ্গে 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা' ও 'ওম শান্তি ওম'-এ কাজ করতে পারতাম, তাহলে তো দু’টোতেই কাজ করতাম। কিন্তু তা আর হলো না। কিন্ত মানতেই হবে, অর্জুন ওই চরিত্রে দারুণ অভিনয় করেছিল। ভালই তো হয়েছিল।

এনএইচ