চলতি বছর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের‌ রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। 

খুশির সেই খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ নেন এই দম্পতি। এরপর দীপাবলির সাজে মেয়ের পায়ের ছবি দিয়ে তারা জানিয়েছিলেন, কন্যার নাম রাখ হয়েছে দুয়া পাড়ুকোন সিং। দুয়া নামের অর্থ প্রার্থনা। 

মেয়ের নাম প্রকাশ করে রণবীর-দীপিকা জানান, ঈশ্বরের কাছে তাদের প্রার্থনার ফল হল তাদের মেয়ে। তাই ঈশ্বরের আশীর্বাদ হিসাবে মেয়ের এই নাম রাখলেন তারা। সেই সঙ্গে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছাও জানান এই জুটি।

এতদিন মেয়েকে আড়ালে রাখলেও এবার রণবীর-দীপিকা পাপারাজ্জিদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মেয়ের। কিন্তু এখনও পর্যন্ত দুয়ার ছবি প্রকাশ্যে আনেননি পাপারাজ্জিরা। \

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেয়েকে নাকি বড় করার সময় ঐশ্বরিয়া আর আনুশকা শর্মার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রীই তাদের সন্তানদের বড় করার জন্য কোনও গৃহকর্মীর সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের। 

এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকাও। কোনও গৃহকর্মীর সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন অভিনেত্রী।

প্রসঙ্গত, মেয়ের জন্মের পর লম্বা সময় মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের শুটিং ফ্লোরে ফেরার সম্ভাবনা রয়েছে তার। 

এনএইচ