প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ ছবিতে মুখ্যভূমিকায় আছেন বলিউডের অক্ষয় কুমার। ইতোমধ্যে অক্ষয়-প্রিয়দর্শনের এই ছবি দেখতে মুখিয়ে দর্শকেরা। এরই মধ্যে নতুন খবর, ভামিকা গাব্বির পর ‘ভূত বাংলো’-তে ধরা দেবেন বলিউডের আরেক অভিনেত্রী।

এর আগে ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর দেখা যায় অদ্ভুতুড়ে নীলচে রঙের আবহ; যেন গা ছমছমে অবস্থা। সেই আধাঁর সামান্য কাটছে অক্ষয়ের হাতে ধরা এক ছোট্ট লণ্ঠনের আলোয়; এক প্রাসাদের গেটের ওপর বসে আছেন খিলাড়ি কুমার।

অভিনেতার পরনে সাদা শার্ট, একরঙা ধুতির সঙ্গে হাফ জ্যাকেট। গলায় বাঁধা লাল রুমাল- যেটি হাওয়ায় উড়ছে। লণ্ঠনের আলোয় চোখ কুঁচকে কিছু যেন দেখার চেষ্টা করছেন বলি-অভিনেতা। নজর কেড়েছে অক্ষয়ের পেছনে সামান্য আভাস পাওয়া এক বিশাল পুরোনো আমলের প্রাসাদ। নতুন ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে। এর সঙ্গে তুমুল হইচই শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।

এবার জানা গেল, ছবিতে অক্ষয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী তাবু। ২০০০ সালে 'হেরা ফেরি' ছবির পর ফের একবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ ১৪ বছর পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ছবিতে দেখা যাবে তাবুকে।

এদিকে মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৫-এর এপ্রিলে শ্যুটিং শেষ হবে এই ছবির; এবং ২০২৬-এ মুক্তি পেতে চলেছে 'ভূত বাংলো'।

ডিএ