পাঞ্জাবি গানের জন্য ভারতজুড়েই খ্যাতি দিলজিৎ দোসাঞ্জের। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছেন তিনি। শুধু যে গায়ক, এমনও কিন্তু নন। সমানতালে অভিনয়ও করেন এই তারকা। 

সেসবের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন। এদিকে গানের মাধ্যমে মদ্যপানের প্রচার বিতর্কে ভারতের তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশে পাঠানো হয়েছে এ গায়ককে। 

এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিৎ নিজেও। মঞ্চে উঠেই পাঞ্জাবি পপস্টার জানিয়েছিলেন, ‘আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনোদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম।’

তার কথায়, ‘কোথায় আমি তো কত ভক্তিগীতি গেয়েছি সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না। আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না।’ 

এ ঘটনায় দিলজিতের পাশে দাঁড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর মন্তব্য, ‘শৈল্পিকসত্ত্বা কারও ধার ধারে না। হিমাচলী লোকসংগীতেও এমন অনেক বিষয় রয়েছে।’ 

‘শিল্পের ক্ষেত্রে আবেগটাই আসলে বড় কথা। কিন্তু যখন মানুষ সেটাকে খারাপ অভ্যাসে পরিণত করে ফেলেন, তখন আর প্রশাসনেরও কিছু করার থাকে না। দায়িত্বটা কিন্তু সাধারণ নাগরিকেরও।’

এমআইকে