মালাইকা অরোরাকে যে ভুলতে পারছেন না, তার প্রমাণ মাঝে মধ্যেই দিচ্ছেন অর্জুন কাপুর বলে নেটিজেনরা মনে করছেন। আর তাই তো মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিচ্ছেন।

হঠাৎ করেই অর্জুনের এক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অর্জুন লিখছেন, ‘অনেক অপেক্ষা করছি, ধৈর্য ধরেছি। তবে আমি জানি আমার ভাগ্যে ভালোবাসা অবশ্যই আছে।’ 

কয়েকদিন আগেই মালাইকা তার স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে ছবি পোস্ট করে মালাইকা লিখেছিলেন, ‘তোমার সঙ্গে।’ আর তারপরেই অর্জুনের এমন পোস্ট।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন অর্জুন। সেখানেই এক প্রশ্নে অর্জুন জানালেন, কিছু না ভেবেই একবার রাত ৩ টায় প্রাক্তন প্রেমিকাকে ফোন করেছিলেন। প্রাক্তনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতাও করেছিলেন তিনি। তবে এই ঘটনার কথা বললেও, সেই প্রাক্তনের নাম গোপনই রেখেছিলেন অর্জুন।

এদিকে মালাইকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্টই লিখলেন, ‘আমাকে যারা ভালোবাসেন না, তাদের নিয়ে চিন্তা করার সময় নেই। আমাকে যারা ভালোবাসে, তাদের নিয়েই থাকতে চাই।’ অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই স্পষ্ট মুখ খোলেননি মালাইকা। 

তবে মাঝে মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় মালাইকাকে। মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই অর্জুনের মন কেমন। রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেলেও অর্জুন ডুবে রয়েছেন এক মনখারাপের দিনরাত্রিতেই।

এমআইকে