বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজন করেছিল ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্ট। আতিফ আসলাম মূল আকর্ষণ হলেও দর্শক দারুণ উপভোগ করেছেন বাংলাদেশের তাহসান ও কাকতালের গান। আরও ছিলেন পাকিস্তানের আব্দুল হান্নান।

ঢাকায় আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম যখন মঞ্চে ওঠেন তখন ঘড়িতে ঠিক রাত ৯টা। এরপর টানা তিন ঘণ্টা দর্শকের সামনে নেচে, গেয়ে মাতালেন তিনি। 

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশি-বিদেশি এত বড় মাপের সব শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। এই কনসার্টে দর্শকদের ভালোবাসা আমাদের জন্য ছিল অন্য এক মাত্রায়। 

এদিন স্টেডিয়ামে প্রবেশের গেট খোলা হয়েছিল দুপুর ১টায়। নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ বিকাল ৩:৩০ টায় কনসার্ট শুরু করতে সক্ষম হওয়া ছিল একটি বিশাল সাফল্য।  

কনসার্টের ভেন্যুতে মেয়েদের জন্য ফ্রি প্যাড রাখা হয়েছিল। প্রতিটি জোন আলাদা ছিল এবং তিন লেয়ারের ব্যারিকেডের পাশাপাশি ছিল এলিট ফোর্সের নিরাপত্তা। ভেন্যুতে প্রায় ৮০ হাজার বোতল পানি রাখা হয়েছিল যেন দর্শকদের কোনো সমস্যা না হয়।  

এই আয়োজনে জুলাই রেভুলেশনের স্মৃতিকে স্মরণ করে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, যা দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়েছে। আর আতিফ আসলাম নিজে মাইকে বলেছিলেন, ‘এই রাতটি সত্যিই ম্যাজিকাল’। অসাধারণ আয়োজন ও দর্শকদের ভালোবাসায় তিনি নির্ধারিত ১ ঘণ্টা ২০ মিনিটের পরিবর্তে প্রায় ৩ ঘণ্টা পারফর্ম করেছেন।  

তবে কনসার্টকে ঘিরে একটি মিথ্যা খবরের জবাবে আয়োজক প্রতিষ্ঠানের দাবি, একটি ভ্রান্ত খবর ছড়িয়েছে যে কনসার্টে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যদিও এই খবরটি পুরোপুরি মিথ্যা। বিদ্যুৎ পুরোটা সময় সচল ছিল। তবে মাঝখানে কয়েক মিনিটের জন্য সাউন্ড সংযোগে সামান্য ত্রুটি হয়েছিল, যা আমরা দ্রুত সমাধান করেছি।  

এছাড়া কনসার্টের মূল ফটকে সন্ধ্যার দিকে কিছু বহিরাগত বিনা টিকিটে ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুলিশের এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায়।  

সবশেষ দর্শকদের প্রতি ট্রিপল টাইম কমিউনিকেশনের বার্তা, দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা আমাদের আপ্লুত করেছে। তবে এত বড় আয়োজনে কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইতোমধ্যেই ত্রুটিগুলোর প্রতি দৃষ্টি দিয়েছি, যাতে ভবিষ্যতে আরও দারুণ এবং স্মরণীয় কনসার্ট দর্শকদের উপহার দিতে পারি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের অনুপ্রেরণা।  

এনএইচ