র্যাপার বাদশার রেস্তোরাঁয় বোমা হামলা
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার একটি রেস্তোরাঁয় বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে চণ্ডিগড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
ভারতীয় গণমাধ্যমের খবর, ভোররাত তিনটার দিকে বাদশার রেস্তোরাঁয় একটি বিস্ফোরণ হয়। শোনা যাচ্ছে, দুই বাইক আরোহী এসে সেখানে বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরাই বাইক আরোহীদের কথা জানায় বলে খবর। এরপরই ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।
বিজ্ঞাপন
ইতোমধ্যে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? তা জানার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে বাদশার পক্ষ থেকে কোনও অফিশিয়ার বিবৃতি দেওয়া হয়নি।
গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশা। জানা গেছে, চণ্ডিগড় র্যাপারের সেই রেস্তোরাঁ ‘ডি ওরা’ নামে পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করে। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁর জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।
আরও পড়ুন
বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। দিল্লিতে জন্ম। তবে তিনি পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই র্যাপের প্রতি বাদশার আকর্ষণ। শুরু করেন গান লেখা। তারপর মিউজিক অ্যালবামের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান বাদশা।
বলিউডে বাদশার সফর শুরু ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমার ‘স্যাটার্ডে স্যাটার্ডে’ গান থেকে। এরপর আর পেছন ফিরে তাকাননি শিল্পী। একাধিক সুপারহিট গান রয়েছে তার ঝুলিতে। বর্তমানে শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানির সঙ্গে ‘ইন্ডিয়ান আইডল’ শো-এর বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন।
ডিএ