হিট নাকি ফ্লপ, কেমন হলো ভুল ভুলাইয়া থ্রি
একদিকে মাধুরী দীক্ষিত, অন্যদিকে বিদ্যা বালন। গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। ভূতুড়ে বাংলোয় অশরীরী রূপে ধরা দিয়েছেন দু’জনে। আসলে কে ‘মঞ্জুলিকা’? সেই রহস্যের সন্ধানে ‘রুহ’বাবা ওরফে কার্তিক আরিয়ান।
এমনই বড়সড় চমক নিয়ে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া থ্রি। এ সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি। ছবির টাইটেল ট্রাকে অসাধারণ যুগলবন্দি দেখা গেছে দিলজিৎ এবং পিটবুলের।
বিজ্ঞাপন
ফ্রাঞ্চাইজির প্রথম দুই সিজনের বক্স অফিস সাফল্যের পর তৃতীয় সিরিজের উপর স্বাভাবিকভাবেই আলাদা একটা চাপ তৈরি হয়েছে। বক্স অফিসের পরীক্ষায় কেমন ফল করল ভুল ভুলাইয়া থ্রি? দর্শকদের মনে কী জায়গা করে নিতে পারল ছবিটি? ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর কেমন প্রতিক্রিয়া নেটিজেনের? কেমন হল ভুল ভুলভুলাইয়া থ্রি?
আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) সিনেমাপ্রেমীরা তাদের মতামত জানিয়েছেন। রানি নামে একজন লিখেছেন, ভুল ভুলভুলাইয়া থ্রি সিনেমাটি যখন আপনি দেখবেন, প্রতিমুহূর্তে আপনাকে হাসতে বাধ্য করবে। সিনেমাটি অনেক ভালো হয়েছে।
অভিনাশ নামে আরেকজন নেটিজেনের ভাষ্য, এ সিনেমাটি ভুতুড়ে, মজার, এবং বিনোদনমূলক। ভুল ভুলাইয়া থ্রি একটা দেখার মতো সিনেমা। আরেকজন লিখেছেন, যদি কেউ হাসতে চায় এবং বিস্ময়কর কিছু দেখতে পছন্দ করে। তাহলে তাকে ভুল ভুলভুলাইয়া থ্রি সিনেমাটি দেখা উচিত।
ভুল ভুলাইয়া থ্রি মুক্তির পরে সিনেমাপ্রেমীদের মাঝে বেশ ভালো সাড়া পেয়েছে। তবে দেখার বিষয় এবার অন্য সিনেমাগুলোর সঙ্গে বক্স অফিসে কেমন আয় করতে পারে পরিচালক আনীস বাজমির তৈরি ভুল ভুলাইয়া থ্রি।
এমআইকে