সদ্য ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। অনেক আগেই তিনি জানিয়েছিলেন, প্রথম সন্তান মেয়েই চান। তার সেই স্বপ্নই যেন পূরণ হয়েছে। 

এবার মেয়েকে বড় করে তোলার পালা। সন্তানকে বড় করার জন্য ক্যারিয়ার ত্যাগ করবেন দীপিকা? ইতোমধ্যেই উঠেছে সেই প্রশ্ন। 

বছর খানেক এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট জানিয়েছিলেন, ‘বাচ্চা আমার ও রণবীরের খুবই পছন্দ। তাই সন্তান নিতে খুব একটা দেরি করব না। শুধু তাই নয়, সন্তানকে বড় করা একটা বিশাল দায়িত্বের বিষয়। সে কারণে যদি অভিনয় ছাড়তে হয়, তাহলে তাও ছাড়ব। সন্তানের জন্য কোনও আপসে যাব না। সন্তানই একমাত্র প্রয়োরিটি।’

ভারতজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে আন্দোলনের উত্তাল সময়েই রণবীর-দীপিকার ঘর আলো করে আসলো ফুটফুটে কন্যা সন্তান। রোববার সেই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারকা দম্পতি। 

নবজাতকের সঙ্গে সঙ্গে নতুন মা-বাবার আনন্দ বাঁধভাঙা। কোলে মেয়ে তো এসেছে, কি নাম রাখা হবে?

সেটাও নাকি আগে থেকেই ঠিক করে রেখেছেন এই দম্পতি। রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের ছেলে হোক বা মেয়ে, নাম হবে একটিই। লিঙ্ক সেক্ষেত্রে বাঁধা হবে না। 

পরিবার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেতা বলেছিলেন, ‘আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গেছে, কয়েক বছর পর বাচ্চাও হবে। দীপিকার কাছে আমার একটাই আবদার, মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়।’

ওই সাক্ষাৎকারেই রণবীর জানান, ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন দীপবীর।

এনএইচ