রণবীরের সামনে উঁচু গলায় কথা বলেন না আলিয়া

বিয়ের পর নিজের মাঝে বড় পরিবর্তন এনেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর। 

রণবীর জানান, বিয়ের পর তিনি নিজেকে যতটা না আলিয়ার জন্য বদলেছেন, তার থেকে অনেক বেশি আলিয়া নিজেকে বদলেছেন।

বিষয়টির ব্যাখাও দিয়েছেন এই তারকা।  অভিনেতা জানান, ছোটবেলা থেকেই বাবা ঋষি কাপুরকে খুব উচ্চস্বরে কথা বলতে দেখেছেন তিনি। মায়ের সঙ্গে ঝগড়া হলেই বাবা উঁচু গলায় কথা বলতেন। যে বিষয়গুলো তাকে আতংকিত করত। 

বিয়ের পর এই বিষয়টি বুঝতে পেরেছেন আলিয়া। যে কারণে স্বামীর সামনে কখনো উঁচু গলায় কথা বলেননি তিনি। 

রণবীর বলেন, ‘আলিয়া খুব উঁচু গলায় কথা বলত। বেড়ে ওঠার সময় আমার বাবা (ঋষি কাপুরের) কথা বলার উচ্চ শব্দ আমার কানে আঘাত করতো। আমাকে শান্তি দেয়ার জন্য আলিয়া জোরে কথা বলা বন্ধ করে দেয়। নিজের জীবনের ৩০টা বছর এভাবে কাটিয়ে দেয়ার পর এই পরিবর্তন একেবারেই সহজ নয়।’ 

অভিনেতা বলেন,‘আমাদের মেয়ে রাহা যদি পড়ে যায়, সে সহজাতভাবেই প্রতিক্রিয়া দেয়। কিন্তু ওভাবে চিৎকার আমাকে খুব বিরক্ত করে। আমাকে শান্তি দেওয়ার জন্য এই স্বভাব বদলে নিয়েছে। আমাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য অনেক কিছু করেছে আলিয়া। সে তুলনায় আমি এত কিছু করিনি।’

অভিনেতা বলেন, ‘আলিয়া এমন একজন যাকে আমি অনেকগুলো বছর ধরে চিনি। ওর সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম, ও আমার জন্য পারফেক্ট। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন বোন হিসেবে, একজন স্ত্রী ও মা হিসেবে, ওর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে।’

অয়ন মুখোপাধ্যায়ের ২০২২ সালের ব্লকবাস্টার ফ্যান্টাসি ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’র প্রি-প্রোডাকশনের সময় প্রেমে জড়ান রণবীর-আলিয়া। ২০২২ সালে মুম্বাইয়ের বাড়িতে বিয়ের গাঁটছড়া বাঁধেন তারা। সেই বছরের শেষের দিকে তারা কন্যা রাহা কাপুরের বাবা-মা হন এই দম্পতি।

এনএইচ