রিল ট্যাগ করে রণবীরকে নিয়ে কী বললেন অন্তঃসত্ত্বা দীপিকা?

বলিউডের তারকা দম্পতি দীপিকা-রণবীরের ঘর আলো করে আসছে তাদের নতুন অতিথি। এ নিয়ে  কোনো অংশেই দম্পতির উৎসাহের কমতি নেই।  

এদিকে প্রায় প্রতিদিন হবু মা-বাবা ধরা পড়ছেন আলোকচিত্রীদের সামনে, দীপিকার মাতৃত্বকালীন পোশাক, ত্বক হয়ে উঠছে আলোচনার বিষয়বস্তু। আবার কখনও অভিনেতা দম্পতিই ভাগ করে নিচ্ছেন তাদের মুহূর্ত।

সম্প্রতি দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করেছেন একটি মিষ্টি রিল। একটি কুকুরের ছবি বারবার ভেসে উঠছে সেখানে। 

রণবীরকে ট্যাগ করে দীপিকা লিখেছেন ‘আমার ভালবাসার মানুষটার দিকে ঠিক এই ভাবেই প্রতি পাঁচ মিনিট অন্তর তাকিয়ে দেখি আমি, কারণ সে মানুষটা বড় মিষ্টি, দারুন সুপুরুষ।’

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-কে বলিউডের অন্যতম সুন্দর দম্পতি হিসেবে চিহ্নিত করা হয়। প্রেম, বিয়ে আর এখন চলছে আগামী সন্তানের জন্য অপেক্ষা।

দীপিকাকে শেষবার পর্দায় দেখা গেছে ফাইটার ছবিতে। এ ছবিতে তার সঙ্গে ছিলেন হৃতিক রোশন, অনিল কাপুর। এরপর মুক্তি পেতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। এ ছবিতে দীপিকা পর্দায় ধরা দেবেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, এবং দিশা পাটানির সঙ্গে। মুক্তির দিন সম্পর্কে অবশ্য এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

অন্যদিকে রণবীর ধরা দেবেন ডন রূপে ‘ডন ৩’-তে। এছবিতে তার সঙ্গে থাকবেন, কিয়ারা আডবানির, ফারহান আখতার।

এমএসএ