মাত্র ২০ বছর বয়সে মিস ইন্ডিয়ার খেতাব জিতে বলিউডে পা রাখেন। ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমা দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়। কিন্তু সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি।

ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে জন্ম এই অভিনেত্রীর। ‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সাহসী দৃশ্যে তার সাবলীল অভিনয় দর্শকদের নজর কাড়ে।

এসব থেকে বুঝতে বাকি থাকার কথা নয়, যাকে নিয়ে কথা হচ্ছে তিনি তনুশ্রী দত্ত। কয়েক বছরের দীর্ঘ ক্যারিয়ারে খুব কম সংখ্যক সিনেমা করেন তিনি।

তনুশ্রী ‘৩৬ চায়না টাউন’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘স্পিড’, ‘রোক’ ও ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমা করেন। সেগুলোর কোনোটিই দর্শক-মনে ছাপ ফেলতে পারেনি। তারপরই বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন তনুশ্রী। ২০১০ সালের পর আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে।

বেশ কয়েক বছর আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ আনেন তনুশ্রী। তিনি জানান, ২০০৮ ‘হর্ন ওকে প্লিজ’-এর সেটে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। তনুশ্রীর এ মন্তব্যে বলিউডে ঝড় ওঠে।

আপাতত ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন তনুশ্রী। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি।

এসএসএইচ